- Home
- Entertainment
- Bollywood
- আত্মহত্যা থেকে খুন, মাদকের ঘাঁটি বলিউড, সুশান্ত সিং রাজপুত বদলে দিয়ে গেল বি-টাউনের নকশা
আত্মহত্যা থেকে খুন, মাদকের ঘাঁটি বলিউড, সুশান্ত সিং রাজপুত বদলে দিয়ে গেল বি-টাউনের নকশা
- FB
- TW
- Linkdin
১৪ জুন, সুশান্তের ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। যা তাঁর বাড়ির পরিচারকই প্রথম উদ্ধার করে। সুশান্তের দিদি, ঘনিষ্ঠ বন্ধুরা সেই সময় সেখানে গিয়ে পৌঁছয় তৎক্ষণাৎ।
মৃত্যুর পর প্রথম এক সপ্তাহ সুশান্তের মানসিক অবসাদ, তাঁর পার্সোনাল ডায়েরি নিয়েই আলোচনা হয়েছে ঢের। তাঁকে সরাসরি মানসিক রোগীর তকমা দিয়ে দেওয়া হয়েছিল।
তবে গল্পের নতুন মোড় নিল মহেশ ভাট ও মুকেশ ভাটের এন্ট্রিতে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের অবৈধ সম্পর্ক নিয়ে নানা মতামত আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়।
সুশান্ত ভক্তরা দাবি করে বসে রিয়ার সঙ্গে মহেশ ভাটের অবৈধ সম্পর্কের কারণেই সুশান্তকে একা ফেলে চলে আসেন রিয়া। সুশান্তের মৃত্যুকে খুন বলেও দাবি করেছিল ভক্তরা।
দেশবাসী পুরনো ভিডিও, ছবি, ঘটনাকে ফের বর্তমানের পাতায় তুলে এনে বলিউডকে বয়কট করার জন্যই প্রস্তুত ছিল। সেই বয়কটের শিকার হয়েছে স্টারকিডরাই।
আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সারা আলি খান, সলমন খান সহ পরিচালক প্রযোজক করণ জোহারের উপরও ক্ষোভ উগরে দিয়েছে সকলে।
সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'কে সর্বশ্রেষ্ঠ রেটিং দিয়ে আলিয়া ভআটের ছবিকে সর্বনিম্ন রেটিং দিয়ে তুলে ধরে দেশবাসী। এমনকি আলিয়া ও আদিত্যের ছবি 'সড়ক টু'র ট্রেলারও হয়ে ওঠে সবচেয়ে ডিজলাইকড ভিডিও।
সুশান্তের মৃত্যুর ব্লেম গেম চলতে চলতে রিয়াকে 'গোল্ড ডিগার' অর্থাৎ সুশান্তের টাকায় জীবন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দোষারোপ করা হয়।
এরপরই মোড় ঘুরে যায় মাদককান্ডে। যার রেশ এখনও রয়েছে। দীপিকা পাডুকোন, রিয়া, সারা, শ্রদ্ধা, রাকুল প্রীত, সকলেরই নাম উঠে আসে। বর্তমানে অর্জুন রামপালকে নিয়ে চলছে জেরার পর জেরা।
সুশান্তের মৃত্যু যে বলিউডের সমস্ত নোংরা দিক তুলে ধরবে তা আশা করা যায়নি। দীপিকা থেকে শুরু করে করণ জোহারও এখন নার্কোটিকস কন্ট্রোল বিউরিওর নিশানায়। সুশান্ত, একটা নাম যা তৈরি করে দিয়ে গেল ইতিহাস।