অযোধ্য়ায় রাম মন্দির প্রতিষ্ঠা, লকডাউনেই উৎসব বিজেপি কর্মী-সমর্থকদের
- FB
- TW
- Linkdin
কয়েক দশক ধরে চলেছে আইনি লড়াই। সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায়ে অযোধ্যায় 'বিতর্কিত জমি'তে রাম মন্দির তৈরিতে আর কোনও বাধা নেই। করোনা আতঙ্কের মাঝেই বুধবার মন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাম মন্দির পুনর্নিমাণকে কেন্দ্র করে এ রাজ্য়েও বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখের পড়ার মতো। তারাপীঠ, বক্রেশ্বর-সহ বিভিন্ন সতীপীঠ ও সিদ্ধপীঠ থেকে মাটি, জল ও যজ্ঞের ভষ্ম পাঠানো হয় অযোধ্য়ায়।
যেদিন অযোধ্যায় ভূমিপুজো হল, সেদিন আর 'আবেগ' বাঁধ মানল না! লকডাউন উপেক্ষা করেই পথে নামলেন বিজেপি কর্মী-সমর্থকরা।
পূর্ব বর্ধমানে কাটোয়া শহরের বিভিন্ন এলাকায় চলল হোম-যজ্ঞ। স্থানীয় মহিলারা সমবেত হয়ে শঙ্খধ্বনি দিলেন। উঠল 'জয় শ্রীরাম' ধ্বনিও।
এরইমধ্যে শহরে লকডাউন সফল করতে পুলিশের তৎপরতাও চোখে পড়ে। সরকারি নির্দেশ না মানায় আটক করা ১৮ জনকে। তাঁদের মধ্যে ১৩ জনই বিজেপি সমর্থক।