- Home
- Business News
- Other Business
- অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সস্তায় সোনা কিনতে চান, রয়েছে দুর্দান্ত অফারও, দেখে নিন আজকের দর
অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সস্তায় সোনা কিনতে চান, রয়েছে দুর্দান্ত অফারও, দেখে নিন আজকের দর
- FB
- TW
- Linkdin
আগামী ১৪ মে অক্ষয় তৃতীয়া। অনেকেরই অক্ষয়-তৃতীয়াতে সোনা কেনার পরিকল্পনা রয়েছে। তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত অফারও।
অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা অনেকেই শুভ বলে মানেন। হাতে আর মাত্র এক দিন। তার মধ্যেই সুখবর শোনাল সোনার বাজার।
অক্ষয় তৃতীয়ার আগেই মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। গতকালের তুলনায় আজ একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম।
অগ্নিমূল্য ভারতীয় বাজারে অক্ষয় তৃতীয়ার আগেই কমল সোনার দাম। পাশাপাশি রূপোর দামও নিচের দিকে।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৫,৮০০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৫৬০ টাকা।
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৭১,৫০০ টাকা।
সোনার শুদ্ধতা যাচাই করা জন্য ইতিমধ্যেই সরকার একটি অ্যাপ তৈরি করেছে। যার নাম বিস কেয়ার অ্যাপ। এই অ্যাপের সাহায্যে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাইও করতে পারবেন এবং অভিযোগও জানাতে পারবেন।