- Home
- Business News
- Other Business
- বাজেটের দিনই একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, বড় ধাক্কা মধ্যবিত্তের হেঁশেলে
বাজেটের দিনই একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, বড় ধাক্কা মধ্যবিত্তের হেঁশেলে
সাধারণ বাজেটের আগে ফের একধাক্কায় দাম বাড়ল রান্নার গ্যাসের । কোভিড পরিস্থিতির মধ্যে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতিকে চাঙ্গা করতে সাধারণ মানুষের দন্য অর্থমন্ত্রী নিমর্লা সীতারামন কী উপহার দেবেন সেদিকেই চোখ রয়েছে আমজনতার। কিন্তু বাজেটের আগেই গ্যাসের দাম অনেকটা বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে।
17

করোনা আবহে অগ্নিমূল্য বাজারে যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। একধাক্কায় রান্নার গ্যাস বাড়ছে তো আবার খানিক কমছে এই নিয়েই নাজেহাল মধ্যবিত্ত।
27
মহাসঙ্কটের মধ্যে ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে।
37
সাধারণ বাজেটের আগেই ফের মাসের শুরুতেই একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম।
47
বাজেটের আগে গ্যাসের দাম বাড়াল কেন্দ্র। যার ফলে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে।
57
একলাফে ১৯৪ টাকা গ্যাসের দাম বেড়েছে। ১৯ কেজি গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৬০৪ টাকা।
67
তবে ১৯ কেজির দাম এতটা বাড়লেও গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় সরকার।
77
১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৭২০ টাকা ৫০ পয়সাই ধার্য করা হয়েছে।
Latest Videos