এলপিজি গ্যাস বুকিং করলেই মিলবে ৫০ টাকা ছাড়, মানতে হবে বিশেষ শর্ত
- FB
- TW
- Linkdin
গত তিন মাস ধরেই একটানা দাম বেড়েছে রান্নার গ্যাসের। জুন-জুলাই মাসে রান্নার গ্যাসের দাম বাড়লেও আগস্ট মাসে কিছুটা কমবে বলে আঁচ করেছিল মধ্যবিত্ত। কিন্তু দাম কমার পরিবর্তে আগস্টের শুরুতেই ফের উর্ধ্বমুখী হয়েছিল রান্নার গ্যাস। এবার সেপ্টেম্বরে কী হতে চলেছে সেদিকেই তাকিয়ে মধ্যবিত্ত।
দাম বাড়া কমার মধ্যেও রান্নার গ্যাস নিয়ে সুখবর। এবার থেকে বাজারের দামের থেকে সস্তায় বুকিং করতে পারবেন রান্নার গ্যাস। আর লকডাউনের এই অগ্নিমূল্য বাজারে তা হলে সকলেরই লাভই হবে।
ইন্ডেন হোক বা এইচপি কিংবা ভারত-যে কোনও সংস্থারই এলপিজি গ্যাস অনলাইনে বুকিং করলেই মিলছে ৫০ টাকা বিশেষ ছাড়।
তবে অনলাইনে এলপিজি গ্যাস বুকিং করতে গেলে বিশেষ কিছু শর্ত রয়েছে। সেগুলি মেনে চললেই তা সম্ভব হবে।
এবার থেকে অ্যামাজন পে ব্যবহার করে রান্নার গ্যাস বুকিং করলেই গ্রাহকরা পেয়ে যাবেন পুরো ৫০ টাকা ক্যাশব্যাক। সুতরাং এবার আর দেরি না করে অনলাইনেই বুক করে ফেলুন আপনার গ্যাসের সিলিন্ডার।
চলতি মাসের আর মাত্র ৩ দিনই রয়েছে এই বিশেষ অফারটি। কারণ এই অফারের মেয়াদ শেষ হবে ৩১ আগস্ট।
বাজারের দামের চেয়ে সস্তায় গ্যাস বুকিং করতে গেলে অ্যামাজন পে-এর অফারটি সবচেয়ে বেশি ভাল।
অ্যামাজন পে -এর পেমেন্ট অপশনে গিয়ে বেছে নিন নিজের গ্যাস সার্ভিস প্রোভাইডার।
তারপর সেখান রেজিস্টার্ড মোবাইল নম্বর কিংবা এলপিজি নম্বর দিয়েই করে দিতে পারবেন পেমেন্ট। সঙ্গে সঙ্গে গ্যাসও বুকিং হবে এবং ৫০ টাকা ক্যাশব্যাকও পাবেন।