৫০ হাজারের কোটায় নামছে সোনার দাম, তবে কি এটাই কিনে রাখার মোক্ষম সময়
- FB
- TW
- Linkdin
করোনা সঙ্কট পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। লকডাউনে সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে।
একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় কমেছে সোনার দাম। ৬০ হাজারের গন্ডি ছুঁই ছুঁই থেকে প্রায় ৫০ হাজারের মধ্যে চলে এসেছে সোনার দাম।
এমসিএক্স ফিচারে সোনার দাম সকাল সকালই নিচের দিকে নামতে শুরু করে। লকডাউনের মধ্যে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দামে চমক।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০, ৪১০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৩,১১০ টাকা।
সোনার পাশাপাশি রূপোার দামেও পতন হয়েছে। এমসিএক্স ফিচারে ১ কেজি রূপোার দাম দাঁড়িয়েছে ৬৬,৩৫০ টাকা।
তবে এটাই কি মোক্ষম সময় সোনা কেনার। বিশেষজ্ঞরা মনে করছেন,আগামী দিনেও সোনার দাম আরও কমবে। এর পাশাপাশি রূপোর দাম থাকবে নিচের দিকে।
সোনার দাম কমলেও সোনার গয়না কিনতে গেলে টান পড়বে পকেটে। কারণ একটাই গয়নার দোকানে সোনার দাম আরও একটু বেশি থাকে। শুধু তাই নয়, গয়নার মজুরি ও জিএসটিও যুক্ত থাকে তাতে।
করোনা আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে এই সোনার দাম।অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে।