আগামীকাল থেকেই বদলে যাচ্ছে পোস্ট অফিসের নিয়ম, ভুললেই দিতে হতে পারে বাড়তি চার্জ
First Published Dec 11, 2020, 11:41 AM IST
পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে , আর মাত্র একদিন। পোস্ট অফিসের সোভিংস অ্যাকাউন্টে হোল্ডারদের হাতে সময় খুব কম। আগামীকাল অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে বদলাতে চলেছে পোস্ট অফিসের নিয়ম। নূন্যতম ব্যালেন্স এবার রাখতেই হবে পোস্ট অফিসের অ্যাকাউন্টে। তা না হলেও পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হবে। এবং নিজের টাকা বাঁচাতে চাইলে আজই সেরে ফেলুন এই বিশেষ কাজটি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন