বাজেট পেশের পরেই হু হু করে কমছে সোনার দাম, দোকানে ভিড় বাড়ছে সাধারণ মানুষের
First Published Feb 4, 2021, 1:03 PM IST
অর্থনীতিকে চাঙ্গা করতে সাধারণ মানুষের জন্য অর্থমন্ত্রী নিমর্লা সীতারামন-এর এই বছরের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্যই। সাম্প্রতিক বাজেট পেশের পরেই হু হু করে দাম কমছে সোনার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ার সূচক। এবং যার কারণেই ভারতীয় বাজারে সোনার দাম নিম্নমুখী। ভারতীয় বাজারে শুধু সোনা নয়, ব্যাপক পতন রূপোর দামেও। বাজেটের ৭২ ঘন্টা কাটতে না কাটতেই কতটা কমল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর।

বাজেটের পরেই ফের ভারতীয় বাজারে দাম কমল সোনার । পাশাপাশিএকধাক্কায় অনেকটাই কমেছে রুপোার দামও।

সোমবার সাধারণ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, আপাতত দুই ধাতুর উপর ১২.৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হয় এবং তা কমিয়ে ৭.৫ শতাংশ করা হচ্ছে।

গতকালই কলকাতায় ১০ গ্রাম প্রতি সোনার দাম কমেছে ৫০০ টাকা। অন্যদিকে রূপোার দামও ২ দিনে প্রতি কিলোগ্রাম ৪ হাজার ৯০০ টাকা কমেছে।

আগামী দিনে কি সোনা ও রূপোর দাম আরও কমবে এই প্রশ্নই তুলছেন সোনাপ্রেমীরা।

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,০৬০ টাকা। যা গতকাল ছিল ৪৮,০৭০ টাকা।

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,৭৬০ টাকা। যা গতকাল ছিল ৫০,৭৭০টাকা।

রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৬৮,৫০০ টাকা। যা গতকাল ছিল ৬৯,০০০ টাকা।

বিশ্বের অন্যতম সোনা ও রূপো ব্যবহারকারীর তালিকার প্রথম দিকেই রয়েছে ভারত। দাম কমে যাওয়ার ফলে ভারতে সোনার চাহিদা বৃদ্ধি পেতে পারে। যার জেরে বিশ্ব বাজারে দামেও প্রভাব পড়তে পারে।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?