একধাক্কায় সস্তা হল সোনা ও রূপো, দাম কমল ১২০০ টাকারও বেশি
একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল। যত সময় বাড়ছিল ততই যেন সোনার দর বাড়ছে। আজ ৫০ হাজারেরও নিচে চলে এসেছে সোনার দাম। সপ্তাহের মাঝেই ফের চমক সোনার বাজারে। ভারতীয় বাজারে আজ ফের নিম্নমুখী সোনার দাম। গতকালের তুলনায়ও আজ দাম কমেছে সোনার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে। কলকাতায় কত হয়েছে সোনার দাম, জেনে নিন আজকের দর।

করোনা সঙ্কট পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। লকডাউনে সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে।
৬০ হাজারের গন্ডি থেকে প্রায় ৫০ হাজারের নিচে চলে এসেছিল সোনার দাম। ফের দাম কমল সোনার।
এইচডিএফসি সিকিউরিটিজ অনুযায়ী সোনার দাম কমেছে ৬০৮ টাকা। এবং দাম কমে দাড়িয়েছে ৫২,৪৬৩ টাকা প্রতি ১০ গ্রামে।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৯৪৩.৮০ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে।
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। দাম কমে দাড়িয়েছে ৭০,৪৫৬ টাকা। আন্তর্জাতিক বাজারেও রূপোর দাম ছিল ২৬.৮৩ ডলার প্রতি আউন্স।
এমসিএক্স ফিচারে সপ্তাহের শেষেই ফের দাম কমল সোনার । লকডাউনের মধ্যে সোনার দামে ফের চমক।
একধাক্কায় দারুণ সস্তা হল সোনা, পাশাপাশি রূপোর দরও খানিকটা নিচের দিকেই রয়েছে।
তবে এটাই কি মোক্ষম সময় সোনা কেনার। বিশেষজ্ঞরা মনে করছেন,আগামী দিনেও সোনার দাম আরও কমবে।
করোনা আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে এই সোনার দাম।অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে।