- Home
- Business News
- Other Business
- লক্ষ্মীবারে হু হু করে রেকর্ড হারে কমছে সোনার দাম, লকডাউনে কোথায় ঠেকল বাজার দর
লক্ষ্মীবারে হু হু করে রেকর্ড হারে কমছে সোনার দাম, লকডাউনে কোথায় ঠেকল বাজার দর
- FB
- TW
- Linkdin
অগ্নিমূল্য বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। লকডাউনে সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে।
লক্ষ্মীবারে নয়া চমক দিল সোনার বাজার। একটানা ৭ দিন দাম উর্ধ্বমুখী থাকলেও আজ ফের দাম কমল সোনার।
এমসিএক্স ফিচারে সোনার দাম সকাল সকালই নিচের দিকে নামতে শুরু করে। লকডাউনের মধ্যে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দামে চমক।
এমসিএক্স ফিচারে সোনার দাম সকাল সকালই নিচের দিকে নামতে শুরু করে। লকডাউনের মধ্যে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দামে চমক।
সোনার পাশাপাশি রূপোার দামেও পতন হয়েছে। এমসিএক্স ফিচারে ১ কেজি রূপোার দাম দাঁড়িয়েছে ৬৭,৪৪০ টাকা। প্রতি কেজি রূপোর দাম ০.৮ শতাংশ কমেছে।
কলকাতা বাদে অন্য শহরতলিতেই সোনার দামে হেরফের হচ্ছে। চেন্নাইতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১, ৫৭০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৬,২৫০ টাকা।
মুম্বইতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৯৯০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৯৯০ টাকা।
দিল্লিতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৮৬০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৬,৫৭০ টাকা।
গতকালের তুলনায় বেশ অনেকটাই দাম কমেছে সোনার। করোনা আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে এই সোনার দাম।অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে।
বাজারে করোনা ভ্যাকসিন আসার সম্ভাবনা যত বাড়ছে ততই শেয়ার চাঙ্গা হতে শুরু করেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন,আগামী দিনে আরও কমতে পারে বলেই মনে করা হচ্ছে। সুতরাং ভ্য়াকসিন বাজারে এলে দাম যে আরও অনেকটাই পড়বে তা বলাই যাচ্ছে।