সোনায় সোহাগা, ফের ৪৯ হাজারের মধ্যে চলে এল সোনার দাম, ব্যাপক পতন রূপোরও
First Published Dec 14, 2020, 3:50 PM IST
বছরের শেষে সোনায় সোহাগা। ফের ভারতীয় বাজারে কমল সোনার দাম। তবে শুধু সোনা নয়, ব্যাপক পতন রূপোর দামেও। সোমবার পতনের ফলে গত চারদিনের মধ্যে তৃতীয় দিন কমেছে সোনার দাম। এবার আর ৫০ হাজার নয়, তার চেয়ে দাম কমেছে সোনার। সপ্তাহের শুরুতেই কত কমল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন