X-Mas-এর আগে দারুণ সস্তা হল সোনা, হু হু করে কমছে ১০ গ্রামের দাম
বছরের শেষে সোনায় সোহাগা। বেশ কয়েকদিন উর্ধ্বমুখী থাকার পর বর্ষশেষে ক্রিসমাসের আগেই ফের ভারতীয় বাজারে কমল সোনার দাম। তবে শুধু সোনা নয়, ব্যাপক পতন রূপোর দামেও। এর আগেও একধাক্কায় ৫০ হাজারের নিচে নেমেছিল সোনার দাম। বছরের শেষে নয়া চমক সোনার বাজারে। সপ্তাহের শুরুতেই কত কমল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর।
18

একটানা উর্ধ্বমুখী থাকার পর একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। ফের ভারতীয় বাজারে দাম কমল সোনা ও রূপোর ।
28
বর্ষশেষে সোনার দামে নয়া চমক। এমসিএক্স সূচক গোল্ড ফিচারে ১০ গ্রাম সোনার দাম ০.৫ শতাংশ কমেছে ।
38
তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও অনেকটাই নিচের দিকে।
48
তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও অনেকটাই নিচের দিকে।
58
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৪৮০ টাকা।
68
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,১৮০ টাকা।
78
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৬৭,৬৬০ টাকা।
88
গতকালের তুলনায় আজ অনেকটাই কমেছে। অগ্নিমূল্য বাজারে এই ওঠা-নামা লেগেই রয়েছে। আশা করা যাচ্ছে আগামী দিনে সোনার দাম কিছুটা হলেও কমবে।
Latest Videos