- Home
- Business News
- Other Business
- একলাফে ৫০ হাজারের নিচে নামল সোনার দাম, দারুণ সস্তা হল রূপোও
একলাফে ৫০ হাজারের নিচে নামল সোনার দাম, দারুণ সস্তা হল রূপোও
মধ্যবিত্তের সোনায় সোহাগা। ফের ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন। ইক্যুইটি বাজারে একটানা তিনদিন দাম পড়ল সোনার। রূপোও সস্তা হয়েছে একলাফে। বেশ কয়েকদিন উর্ধ্বমুখী থাকার পর পরপর তিন দিন দাম কমল সোনার। গত দুদিনেও ভারতে একধাক্কায় পড়েছিল সোনা ও রূপোর দাম। একধাক্কায় ৫০ হাজারের নিচে নেমেছে সোনার দাম। জেনে নিন আজকের দর।
| Nov 25 2020, 02:58 PM IST
- FB
- TW
- Linkdin
)
একটানা উর্ধ্বমুখী থাকার পর একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম।ফের ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন। ইক্যুইটি বাজারে একটানা তিনদিন দাম পড়ল সোনার।
Subscribe to get breaking news alerts
সোনার দামে নয়া চমক। এমসিএক্স সূচক গোল্ড ফিচারে ১০ গ্রাম সোনার দাম ০.২১ শতাংশ কমেছে ।
তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও নিচের দিকে।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৪৮৫ টাকা। গত আগস্ট মাস থেকে ১০ গ্রামে ৬০০০ টাকারও বেশি কমেছে সোনার দাম।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৪৮০ টাকা।
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৫৯,৪৬০ টাকা।
গত দুই দিন ধরে ভারতীয় বাজারে সোনা-রূপার দাম লাগাতার কমছে। গত সেশনেও ১০ গ্রাম সোনার দাম কমেছিল ৯০০ টাকা।
একধাক্কায় দারুণ সস্তা হল সোনা, পাশাপাশি রূপোর দরও খানিকটা নিচের দিকেই রয়েছে।