- Home
- Business News
- Other Business
- অগ্নিমূল্য বাজারে আরও সস্তা হল সোনা, কমল রূপোর দামও, কখন কিনলে পাবেন অফার, জানুন বিশদে
অগ্নিমূল্য বাজারে আরও সস্তা হল সোনা, কমল রূপোর দামও, কখন কিনলে পাবেন অফার, জানুন বিশদে
করোনার মহাসঙ্কটের মধ্যে দাম কমল সোনার। অগ্নিমূল্য বাজারে ভারতীয় বাজারে দিনের শুরুতেই কমল সোনার দাম। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। গতকালের তুলনায় আজ একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল। যত সময় বাড়ছিল ততই যেন দর বাড়ছিল সোনার। সপ্তাহের মাঝেই ফের চমক সোনার বাজারে। ভারতীয় বাজারে আজ ফের নিম্নমুখী সোনার দাম। গতকালের তুলনায় কতটা কমল সোনার দাম। জেনে নিন আজকের বাজার দর।
17

অগ্নিমূল্য বাজারে ভারতীয় বাজারে দিনের শুরুতেই কমল সোনার দাম। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার।
27
তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও নিচের দিকে।
37
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,৫৩০ টাকা।
47
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৫২০ টাকা।
57
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৬৯,৭০০ টাকা।
67
বিশেষজ্ঞদের মতে, সোনা ইতিমধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। তাই এখন থেকেই দাম কিছুটা কমলেই সোনা কিনে রাখতে পারেন।
77
করোনাভাইরাস পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে ভারতে সোনার চাহিদা অনেকটাই ধাক্কা খেয়েছে। স্থানীয় স্তরে বিধিনিষেধের জেরে আগামী কয়েক সপ্তাহেও সোনার চাহিদা আরও কম থাকবে বলে মত খুচরো ব্যবসায়ীদের।
Latest Videos