- Home
- Business News
- Other Business
- স্বাধীনতা দিবসের আগের দিন দারুণ সস্তা হল সোনা, একধাক্কায় কোথায় ঠেকল কলকাতার দর
স্বাধীনতা দিবসের আগের দিন দারুণ সস্তা হল সোনা, একধাক্কায় কোথায় ঠেকল কলকাতার দর
রাত পোহালেই ১৫ আগস্ট। যদিও দেশপ্রেমের জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না। প্রতিটি দিনই স্বাধীনতা উদযাপনের দিন। আগামীকাল ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগেরদিনই ফের চমক সোনার দামে। গত এক সপ্তাহে একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় কমেছে সোনার দাম। অগ্নিমূল্য পরিস্থিতিতেও এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দামে পতন হয়েছে। স্বাধীনতা দিবসের আগের দিন কোথায় গিয়ে ঠেকেছে সোনার দর, জেনে নিন বিস্তারিত।
- FB
- TW
- Linkdin
লকডাউনের অগ্নিমূল্য বাজারে ফের নিচের দিকে নামতে শুরু করেছে সোনার মূল্য। লকডাউনের অগ্নিমূল্য বাজারে ফের নিচের দিকে নামতে শুরু করেছে সোনার মূল্য।
এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দামে পতন হয়েছে। সোনার দাম ১০ গ্রাম প্রতি ০.৬৫ শতাংশ কমেছে।
৫৬ হাজার রেকর্ড দামের উচ্চতা থেকে কার্যত সাপ ও লুডোর গুটির মতোই পড়েছে সোনার দাম।
তবে শুধু সোনাই নয়, রূপোর দামও কমেছে। সিলভার ফিচারে ১ শতাংশ দাম কমেছে রূপোর।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১, ৯৯০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৪,৬৮০ টাকা।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১, ৯৯০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৪,৬৮০ টাকা।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১, ৯৯০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৪,৬৮০ টাকা।
করোনা আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে এই সোনার দাম। চলতি বছরে সোনার দাম এমনিতেই ৫০ হাজারের গন্ডি পেরিয়েছে। সেক্ষেত্রে এই দাম কমাতেই দোকানে ভিড় বেড়েছে মধ্যবিত্তের।
আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করেই এই দাম ওঠা নামা হয়েই চলেছে। বিয়ের মরশুমে যদি সোনার দাম কমে এতে আখেরে অনেকটাই লাভ হবে মধ্যবিওদের।
দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা। বিয়ের মরশুমে সোনার দাম কমাতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে মধ্যবিত্তরা।