- Home
- Business News
- Other Business
- মাসের শেষেই একধাক্কায় দাম কমল সোনার, দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ
মাসের শেষেই একধাক্কায় দাম কমল সোনার, দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ
- FB
- TW
- Linkdin
অগ্নিমূল্য বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। বিয়ের মরশুমে সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে, এর পাশাপাশি পাল্লা দিয়ে ওঠানামা হচ্ছে রূপোর দামেও।
বেশ কয়েকদিন আগেই বেশ দাম বেড়েছিল সোনার। দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা।
ভারত ও চিনের সংঘর্ষ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে।
গতকালের ৪ দিনের তুলনায় আজ খানিকটা দাম কমেছে সোনার। জুন মাসের শুরুতেই একধাক্কায় কমেছিল সোনার দাম। আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে এই সোনার দাম।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৩৩০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৭২০ টাকা।
গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭,৫৫০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৮৪০ টাকা।
সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ দাম বেড়েছে রূপোরও।
কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৪৭,৭০০ টাকা। যা গতকাল ছিল ৪৭,৬০০ টাকা।
আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করেই এই দাম ওঠা নামা হয়েই চলেছে।
বিয়ের মরশুমে যদি সোনার দাম কমে এতে আখেরে অনেকটাই লাভ হবে মধ্যবিওদের।