লকডাউনে ফের সস্তা হল ২২ ক্যারেট সোনার দাম, দর বাড়ল রুপোর
- FB
- TW
- Linkdin
মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল। যত সময় বাড়ছিল ততই যেন সোনার দর বাড়ছিল। তবে শুক্রবার একধাক্কাতেই কম গেল সোনার দাম।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের বাজারে সোনার দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে। গত আগস্ট মাস থেকেই বৃদ্ধির নয়া রেকর্ড গড়ার পর থেকেই সোনার দাম বেশ কিছুটা কমেছে।
একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় কমেছে সোনার দাম। ৬০ হাজারের গন্ডি ছুঁই ছুঁই থেকে প্রায় ৫০ হাজারের নিচে চলে এসেছে সোনার দাম।
এমসিএক্স ফিচারে সপ্তাহের শেষেই ফের দাম কমল সোনার । লকডাউনের মধ্যে সোনার দামে ফের চমক। ০.৯ শতাংশ পতন হয়েছে ভারতীয় বাজারে।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,৫০০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৩,২০০ টাকা।
সোনার দাম কমলেও পাশাপাশি রূপোার দামও আগের তুলনায় অনেকটাই বেড়েছে । এমসিএক্স ফিচারে ১ কেজি রূপোার দাম দাঁড়িয়েছে ৬৭,৯৮০ টাকা।
অন্যদিকে মার্কিন ডলারের দাম চড়ায় অন্যান্য মুদ্রায় সোনার দাম কিছুটা বেড়েছে।
গতকাল ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের আর্থিক প্যাকেজ অপরিবর্তিত থাকায় সস্তা হয়েছে সোনার দাম।