- Home
- Business News
- Other Business
- ৫০ হাজারের কোটায় ছুঁই ছুঁই সোনার দাম, বিয়ের মরশুমে কীভাবে লাভবান হবেন
৫০ হাজারের কোটায় ছুঁই ছুঁই সোনার দাম, বিয়ের মরশুমে কীভাবে লাভবান হবেন
একদিকে বিয়ের মরশুম, আর তার উপরেই লাগাতার বাড়তে শুরু করেছে সোনার দাম। মাসের শুরুতেও বেশ দাম কমলেও রেকর্ড হারে বাড়ছে সোনার দাম। কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড গড়েছিল। মহাসঙ্কট পরিস্থিতিতে যেভাবে অর্থনৈতিক বাজারে মন্দা দেখা দিয়েছে তার জেরে সোনার দাম আরও বাড়বে বলেই আশা করাই হচ্ছে। ইতিমধ্যেই ৫০ হাজারের কোটায় ঢুকতে চলেছে সোনার দাম। এহেন পরিস্থিতিতে সোনা কেনা তো দূরের কথা দামের কথা ভাবলেই মধ্যবিত্তের মাথায় হাত পড়ছে। কিন্তু বিয়ের মরশুমে কীভাবে লাভবান হতে পারবেন আপনি, জেনে নিন বিস্তারিত।
- FB
- TW
- Linkdin
অগ্নিমূল্য বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। বিয়ের মরশুমে সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে।
ভারত ও চিনের সংঘর্ষ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে। সোনার দাম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
কিন্তু বর্তমান এই সঙ্কট পরিস্থিতিতে সোনার দাম নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছেন সোনা ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।
মহাসঙ্কট পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজারে কোন খাতে ইনভেস্ট করলে আপনি লাভবান হতে পারবেন তা জানা ভীষণ জরুরি।
গত এক বছরে গোল্ড মিউচুয়াল ফান্ড ৪০.৩৯ শতাংশ হিসবে রিটার্ন দিয়েছে। যা অন্য অ্যাসেটের তুলনায় বেশ অনেকটাই বেশি।
আইএমএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক গ্রোথ ক্রমশ কমছে। গোটা দেশেই অর্থনীতির পরিস্থিতি খুবই সঙ্কটজনক।
আইএমএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২০২০ সালে ভারতের অর্থনীতি ৪.৫ শতাংশ কমে যাবে। আর এই কারণের জেরেই সোনার দামও লাগাতার বেড়েই চলেছে।
আর্থিক অনিশ্চয়তার জন্য দাম বাড়লে, গোল্ডের ট্র্যাক রেকর্ড দেখলেই বোঝা যাবে , এই খাতে ইনভেস্ট করলেই আপনি লাভবান হতে পারবেন। গত এক দশকে সবথেকে বেশি ইনভেস্ট করার রিটার্ন এই খাতেই হয়েছে।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৬৭০ টাকা। গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭,৭২০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৯৪০টাকা। এবং গতকাল ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৮,৯৯০ টাকা।