এখন আরও সহজ হল ব্যাঙ্কিং পরিষেবা, ICICI ভারতে প্রথম লঞ্চ করল iMobile Pay পেমেন্ট পরিষেবা
First Published Dec 9, 2020, 3:19 PM IST
‘iMobile Pay’-র ব্যবহারকারীরা যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেমেন্ট অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটেও টাকা পাঠাতে পারবেন। এই অ্যাপ যে কোন ইউ পি আই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) আই ডি অথবা ব্যবসাকে টাকা দেওয়ার সুযোগ দেয়, বিল মেটানো এবং অনলাইন রিচার্জ করার সুযোগ দেয়। আবার সেভিংস অ্যাকাউন্ট, লগ্নি, ধার নেওয়া, ক্রেডিট কার্ড, গিফট কার্ড, ট্র্যাভেল কার্ড এবং আরো অনেক তাৎক্ষণিক ব্যাঙ্কিং পরিষেবার সুবিধাও জোগায়। আই সি আই সি আই ব্যাঙ্ক আজ ঘোষণা করল যে তাদের অত্যাধুনিক মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ‘iMobile’ কে এমন একটা অ্যাপে পরিণত করা হয়েছে, যা যে কোন ব্যাঙ্কের গ্রাহকদেরই পেমেন্ট ও ব্যাঙ্কিং পরিষেবা জোগাবে।

‘iMobile Pay’-র আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ‘পে টু কন্ট্যাক্টস’। অর্থাৎ এই অ্যাপ ব্যবহারকারী তাঁর ফোন বুকে থাকা ব্যক্তিদের আই সি আই সি আই ব্যাঙ্কের ইউপিআই আইডি নেটওয়ার্কে অথবা অন্য পেমেন্ট অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটে ইউপিআই আইডি থাকলে তা এমনিতেই দেখতে পাবেন।

এই অনন্য বৈশিষ্ট্য ব্যবহারকারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুবিধা। তাঁদের আর কারোর ইউপিআই আইডি মনে রাখতে হবে না এবং সহজেই সমস্ত পেমেন্ট অ্যাপ আর ডিজিটাল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন