Jio ধামাকা, ২০২১-এই আসছে 5G পরিষেবা, বড় ঘোষণা মুকেশ আম্বানির
First Published Dec 8, 2020, 2:47 PM IST
গ্রাহকদের জন্য ফের সুখবর নিয়ে হাজির জিও। করোনা আবহের মধ্যেও নয়া খবর নিয়ে হাজির জিও। আগামী বছর অর্থাৎ ২০২১ সালের প্রথমের দিকেই ভারতে চালু হয়ে যাবে জিও ৫জি পরিষেবা। হ্যাঁ তেমনটাই জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০-তে এই বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন