- Home
- Business News
- Other Business
- মাত্র একবার ইনভেস্টেই মিলবে ডবল-এরও বেশি রিটার্ন, সুযোগ হাতছাড়া করলেই পস্তাবেন
মাত্র একবার ইনভেস্টেই মিলবে ডবল-এরও বেশি রিটার্ন, সুযোগ হাতছাড়া করলেই পস্তাবেন
| Published : Aug 10 2021, 04:36 PM IST
মাত্র একবার ইনভেস্টেই মিলবে ডবল-এরও বেশি রিটার্ন, সুযোগ হাতছাড়া করলেই পস্তাবেন
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করা সবচেয়ে ভাল অপশন। এই স্কিমে টাকাও যেমন সুরক্ষিত থাকবে মিলবে ডবল রিটার্নও।
28
পোস্ট অফিসের এই যোজনায় টাকা ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে ঠিক তেমনই ভালও রিটার্নও পাওয়া যাবে।
38
সূত্র থেকে জানা গেছে, কিষাণ বিকাশ যোজনায় টাকা জমালে দ্বিগুন টাকা পাবেন গ্রাহকেরা। ১২৪ মাসের ম্যাচিউরিটি পিরিয়ডে গ্রাহকরা টাকা তুলতে পারবেন। গ্রাহকরা এই যোজনায় নিজের অর্থ দ্বিগুন করতে ১০ বছর ও ৪ মাসের জন্য টাকা ইনভেস্ট করতে পাবেন।
48
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করতে হলে গ্রাহকের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
58
এর পাশাপশি শুধু সিঙ্গল অ্যাকাউন্ট নয়,জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। কেভিপি-তে ১০০০, ৫০০০, ১০,০০০, ৫০,০০০ টাকার সার্টিফিকেট রয়েছে যা কেনা যেতে পারে।
68
কেভিপি-তে আর্থিক বছর ২০২১-এর প্রথম ত্রৈমাসিকে সুদের হারের পরিমাণ ছিল ৬.৯ শতাংশ।
78
অর্থাৎ ১২৪ মাসে এখানে টাকা ইনভেস্ট করে তা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি ১ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে সে রির্টানে ২ লক্ষ টাকা পাবেন।
88