- Home
- Business News
- Other Business
- BIG BUMPER, এই সরকারি স্কিমে সামান্য টাকা বিনিয়োগ করলেই পাবেন ৫ লক্ষ টাকা
BIG BUMPER, এই সরকারি স্কিমে সামান্য টাকা বিনিয়োগ করলেই পাবেন ৫ লক্ষ টাকা
| Published : Aug 02 2021, 05:35 PM IST
BIG BUMPER, এই সরকারি স্কিমে সামান্য টাকা বিনিয়োগ করলেই পাবেন ৫ লক্ষ টাকা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
সঙ্কট পরিস্থিতিতে দারুণ স্কিম নিয়ে হাজির পোস্ট অফিস। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম নিয়ে এসেছে এই বিশেষ সুবিধা। একদিকে ভাল সুদ, অন্যদিকে অল্প টাকার বিশেষ সুবিধা নিয়ে হাজির পোস্ট অফিস।
27
অগ্নিমূল্য বাজারে টাকা জমাতে চাইলে পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখুন। পোস্ট অফিসের আরডি-তে ৫.৮ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। যারা পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমাতে চান তারা শীঘ্রই পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন।
37
47
যারা আরডি করবেন ভাবছেন, তারা ন্যূনতম ১০০ টাকা করে জমাতে পারবেন। তারপর আপনি যতটা পারবেন টাকার পরিমাণ বাড়াতে পারবেন। তবে ১০০ টাকার কমে জমানো যাবে না। পোস্ট অফিসের এই নয়া স্কিমে দারুণ সুবিধা মিলবে।
57
যেমন প্রত্যেক তিন মাস অন্তর আর ডি সুদের হাক বদলে যায় আর সেই সুদের হারই আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যায়।
67
যদি আপনি ৫ লক্ষ টাকার ফান্ড করেন তাহলে ১০ বছরে মাত্র ৩০০০ টাকা প্রতি মাসে দিতে হবে আপনাকে। এক্ষেত্রে বলে রাখা ভাল যদি সুদের পরিমাণ ৫.৮ থাকে তাহলে এটা সম্ভব।
77
৩.৬০ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলে সুদ বাবদ অতিরিক্ত ১.৪০ লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন। যেকোনও ব্যক্তিই নিজের নামে এই আরডি খুলতে পারেন। পরিবার বা অন্য কোনও সংস্থার নামে আরডি খোলা যাবে না।