- Home
- Business News
- Other Business
- অবিশ্বাস্য, মাত্র ২৫০০ টাকাতেই মিলবে 5G স্মার্টফোন , পুজোর আগেই বাম্পার ধামাকা 'জিও'র
অবিশ্বাস্য, মাত্র ২৫০০ টাকাতেই মিলবে 5G স্মার্টফোন , পুজোর আগেই বাম্পার ধামাকা 'জিও'র
- FB
- TW
- Linkdin
গ্রাহকদের জন্য ফের সুখবর নিয়ে হাজির জিও। আজ তৃতীয়া। করোনা আবহে পুজোর রং ফিকে হলেও নয়া খবর নিয়ে হাজির জিও।
এর আগে এত সস্তা স্মার্টফোন আগে কখনও পাননি গ্রাহকেরা। খুব শীঘ্রই জিওর হাত ধরে ভারতে আসতে চলেছে সস্তার এই ৫জি স্মার্টফোন।
হাজার হাজার টাকা নয়,৫০০০ টাকার কম দামেই মিলবে স্মার্টফোন। তাও আবার ৫জি। বিশ্বাস করতেই পারছেন না তো। কিন্তু এবার ২৫০০ টাকাতেই জিও নিয়ে আসছে নয়া স্মার্টফোন।
ভারতে টেলিকম বাজারের পুরো চিত্রটাই বদলে গিয়েছে রিলায়েন্স জিওর হাত ধরে। এর আগেও একেবারে জলের দরে ৪জি ডেটা পরিষেবা দিয়ে বাজারে হইহই ফেলে দিয়েছিল জিও।
জিওর বাম্পার অফারে ধোপে টেকেনি একচেটিয়া ব্যবসা করে আসা জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল ও ভোডাফোন। গ্রাহক সংখ্যার নিরিখেও সবাইকে পিছনে ফেলে জিও এখন দেশের এক নম্বর টেলিকম সংস্থা।
এবার আরও বড় চমক দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা জিও। ৪জি নয়, এবার ৫ জি চমক নিয়ে হাজির জিও। এর আগে স্যামসাং, আইফোন, শিয়াওমি, রিয়েলমে, ওপ্পো, ওয়ানপ্লাস, মোটোরোলার মতো প্রথম সারির মোবাইল সংস্থা ইতিমধ্যেই তাদের ৫জি স্মার্টফোন লঞ্চ করেছে ভারতের বাজারে।
সেই দিকে এবার একধাপ এগিয়ে গেল রিলায়েন্স জিও। সূত্র থেকে আরও জানা গেছে, মাত্র ৫ হাজার টাকারও কম দামে ৫ জি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে রিলায়েন্স জিও।
বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে এর দাম ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা।
বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে এর দাম ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা।