- Home
- Business News
- Other Business
- এলআইসি-র বড় ঘোষণা, একবার ইনভেস্ট করলেই সারাজীবন করতে পারবেন বিপুল আয়
এলআইসি-র বড় ঘোষণা, একবার ইনভেস্ট করলেই সারাজীবন করতে পারবেন বিপুল আয়
- FB
- TW
- Linkdin
লকডাউনের মধ্যেই গ্রাহকদের কথা ভেবেই আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয়েছে এলআইসি।এলআইসি-র এই স্কিমের নাম জীবন শান্তি স্কিম।
এই স্কিমে মাত্র একবার ইনভেস্ট করলেই আপনি সারাজীবন পেয়ে যাবেন বিপুল আয়। নূন্যতম দেড় লাখ টাকা বিনিয়োগ করতে হবে এই জীবন শান্তি স্কিমে। তবে সর্বোচ্চ পরিমাণের কোনও সীমা নেই। গ্রাহকরা নিজেদের সুবিধা মতো ৫ থেকে ১০ লক্ষ টাকাও জমা রাখতে পারবেন।
সবথেকে আকর্ষণীয় বিষয় হল,এলআইসির এই স্কিমে আপনাকে একবারই বিনিয়োগ করতে হবে। এই একবার মাত্র বিনিয়োগ করেই ইনকাম করতে পারবেন সারাজীবন।
এই স্কিমটির আরও একটি বড় সুবিধা হল এই স্কিমটি মা, বাবা কিংবা ভাই ও বোনের সঙ্গে জয়েন্ট স্কিমেও খুলতে পারবেন গ্রাহকেরা।
এলআইসি-ক এই স্কিমের সঙ্গে গ্রাহকেরা যে কোনও লোনেরও সুবিধা পাবেন। তবে লোনের ক্ষেত্রে পলিসির বয়স কমপক্ষে ২ বছর থাকতে হবে।
এলআইসি-র এই পলিসিতে বিনিয়োগের জন্য বেশ কয়েকটি বিকল্প রয়েছে। এই স্কিমের মাধ্যমে আপনি চাইলে পেনশন নেওয়া শুরু করতে পারেন বা কিছু সময়ের পরেও তা অনায়াসে নিতে পারেন।
এই পলিসি নেওয়ার জন্য আপনার বয়স কমপক্ষে ৩০ হতে হবে। আর যদি তাৎক্ষণিক পেনশন নিতে চান সেক্ষেত্রে আপনার বয়স ৮৫ এর বেশি হওয়া যাবে না।
৫ থেকে ২০ বছরের ব্যবধানে বিভিন্ন পেনশন পরিকল্পনার অধীনে জীবন শান্তি প্ল্যান আমানতে বার্ষিক ৮.৭৯ থেকে ২১.৬ শতাংশ পেনশনের বিকল্প রয়েছে।
কোনও পলিসি গ্রাহক ৫০ বছর বয়সে ১০ লক্ষ টাকার বিকল্প করেন। সেক্ষেত্রে তাকে এককালীন ১০ লক্ষ ১৮ হাজার টাকা প্রিমিয়ম জমা দিতে হবে।
তার বিনিয়োগের অঙ্কের হিসেবে প্রতিমাসে তিনি ৫৬১৭ টাকা করে পেনশন পাবেন। অর্থাৎ বছরে প্রায় ৬৫ হাজার টাকা করে পাবেন। এবং যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন তিনি এই টাকা পাবেন। মৃত্যুর পরে পেনশন বন্ধ হয়ে যাবে।