বাম্পার ধামাকা এলআইসি-র, এজেন্ট নয় সরাসরি পলিসি কেনার দুর্দান্ত সুযোগ
First Published Nov 27, 2020, 3:33 PM IST
দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বলতেই সবার আগে মাথায় আসে এলআইসি-র নাম। মূল্যবৃদ্ধির বাজের সকলেই আপ্রাণ চেষ্টা করছেন আয়ের কিছু টাকা জমানোর । কিন্তু কোন টাকা কোন খাতে জমালে সেখান থেকে ভবিষ্যতে সুরক্ষা মিলবে এটাই সবথেকে বড় বিষয়। গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির এলআইসি। সেভিংস ও সুরক্ষার কথা মাথাই রেখে জনসাধারণের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে এলআইসি। যেখানে কোনও এজেন্ট নয়, এবার সরাসরি পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা। এতে টাকও যেমন সেভিংস থাকবে তেমনই এর পাশাপাশি থাকবে সুরক্ষাও। ইনস্যুরেন্স সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম দারুণ সুবিধা নিয়ে এসেছে সাধারণ মানুষদের জন্য।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন