- Home
- Business News
- Other Business
- হেঁশেলে আগুন মধ্যবিত্তের, তবে কি বন্ধ হয়ে যাবে রান্নার গ্যাসের ভর্তুকি, চিন্তায় সাধারণ মানুষ
হেঁশেলে আগুন মধ্যবিত্তের, তবে কি বন্ধ হয়ে যাবে রান্নার গ্যাসের ভর্তুকি, চিন্তায় সাধারণ মানুষ
মহাসঙ্কটের মধ্যে রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলেছে। চলতি মাসের ১৬ আগস্টও রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। এর মধ্যেই ফের ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ায় ক্রমশ চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। গত ১ বছরে ধাপে ধাপে এই পর্যন্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৬৫ .৫০ টাকা। সূত্রের খবর এলপিজি গ্যাস ভর্তুকিও বন্ধ হতে পারে, যা শোনা মাত্রই চিন্তা বাড়ছে মধ্যবিত্তের।
| Published : Aug 20 2021, 03:43 PM IST / Updated: Aug 20 2021, 03:50 PM IST
হেঁশেলে আগুন মধ্যবিত্তের, তবে কি বন্ধ হয়ে যাবে রান্নার গ্যাসের ভর্তুকি, চিন্তায় সাধারণ মানুষ
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
চলতি মাসের শুরুতেই একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ফের বাড়ায় চিন্তা বাড়ছে মধ্যবিত্তের কপালে।
28
অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে।চলতি মাসের ১৬ আগস্টও রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়েছে।
38
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। এর মধ্যেই ফের ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ায় ক্রমশ চিন্তা বাড়ছে মধ্যবিত্তের।
48
গত ১ বছরে ধাপে ধাপে এই পর্যন্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৬৫ .৫০ টাকা। সূত্রের খবর এলপিজি গ্যাস ভর্তুকিও বন্ধ হতে পারে, যা শোনা মাত্রই চিন্তা বাড়ছে মধ্যবিত্তের।
58
সূত্রের খবর, বাজেটে পেট্রোলিয়াম ভর্তুকি হ্রাসকে এর সাথে যুক্ত করা হচ্ছে। পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল এর তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ২০২০ সালের দিল্লির মতো কিছু বাজারে ঘরোয়া এলপিজি-তে শূন্য ভতুর্কি রয়েছে। কিন্তু এর অধীনে কতগুলি শহর রয়েছে তা স্পষ্ট নয়।
68
সরকারের দেওয়া ভর্তুকি ক্রমশ কমছে বছরের পর বছর। অন্যদিকে সরকারি উজ্জ্বলা যোজনার অধীনে ইতিমধ্যেই ৮ কোটির বেশি গ্রাহক রয়েছে।
78
উজ্জ্বলা স্কিমের আওতায় সংখ্যা আরও এক কোটি বাড়ানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই সরকার জানিয়েছে, ৩.২ কোটি উজ্জ্বলা সুবিধাভোগীকারী আর্থিক বছরের প্রথম পর্যায়ে এলপিজি সিলিন্ডার রিফিল করেননি।
88
গত বছর এলপিজির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। শুধু ডিসেম্বর মাসেই এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণ বৃদ্ধি হয়েছিল। এমনকী ১৯ কেজি সিলিন্ডারের দামও চলতি বছরে বৃদ্ধি করা হয়েছে।