- Home
- Business News
- Other Business
- লকডাউনে ব্যাঙ্কের ইএমআই দিতে পারেননি, দিতে হবে না বাড়তি সুদ, এবার সুখবর শোনাল কেন্দ্র
লকডাউনে ব্যাঙ্কের ইএমআই দিতে পারেননি, দিতে হবে না বাড়তি সুদ, এবার সুখবর শোনাল কেন্দ্র
- FB
- TW
- Linkdin
লোন নিয়েছেন, কিন্তু লকডাউনে আয় না থাকার ফলে সমস্যার মুখে পড়তে হয়েছে!
দিতে পারেননি ইএমআই। এমই সময়ই ব্যাঙ্ক ঘোষনা করেছিল যে যাঁরা দিতে পারবেন না তাঁরা ইএমআই স্থগিত রাখতে পারেন।
তিন মাস এই সুযোগ পাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সঙ্গে ছিল একটি শর্ত, যা অনেকেই হয়তো বুঝতে পারেননি।
ব্যাঙ্ক থেকে জানানো হয়েছিল এই সময় যাঁরা এই সুবিধে গ্রহণ করবে, তাঁদের পরবর্তীতে অতিরিক্ত সুদ দিতে হবে।
কিন্তু এরপরই এই নিয়ে মামলা করা হয়। যদি অতিরিক্ত সুদই দিতে হবে, তাহলে এই ছাড়ের অর্থ কী!
এবার তারই শুনানির পর কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হল সুখবর। যাঁরা এই সময় ইএমআই দিতে পারেননি, এবং অতিরিক্ত সুদ দেওয়ার ভয় পেয়েছেন, তাঁদের আর দিতে হবে না এই অতিরিক্ত সুদ।
ফলে বেশ কিছুটা চাপ কমল সাধারণের জন্য। যাঁরা শর্ত জানার পরও বাধ্য হয়েই এই সময় ইএমআই দিতে পারেননি অগাস্ট মাস পর্যন্ত তাঁরা এবার খানিক নিশ্চিন্ত।