- Home
- Business News
- Other Business
- একধাক্কায় ৯০০-র গন্ডি পার করল LPG, মধ্যবিত্তের নাভিশ্বাস উঠিয়ে ২ সপ্তাহে ফের ২৫ টাকা বাড়ল গ্যাসের দাম
একধাক্কায় ৯০০-র গন্ডি পার করল LPG, মধ্যবিত্তের নাভিশ্বাস উঠিয়ে ২ সপ্তাহে ফের ২৫ টাকা বাড়ল গ্যাসের দাম
করোনার মহাসঙ্কটের মধ্যে ফের মাসের শুরুতেই হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। একধাক্কায় দাম বাড়ল রান্নার গ্যাসের। করোনা আবহে অগ্নিমূল্য বাজারে যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ২ সপ্তাহের মধ্যেই ফের ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। একলাফেই ৯০০ টাকার গন্ডি পার করল এলপিজি। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৯১১ টাকা।
- FB
- TW
- Linkdin
ফের মাসের শুরুতেই একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ফের বাড়ল। অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের।
করোনার মহাসঙ্কটের মধ্যে ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ২ সপ্তাহের মধ্যেই ফের ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম।
অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে। একলাফেই ৯০০ টাকার গন্ডি পার করল এলপিজি। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৯১১ টাকা।
একধাক্কায় ২৫ টাকা রান্নার গ্যাসের দাম বাড়ায় পকেটে কোপ পড়েছে সাধারণ মানুষের। এই দাম বাড়ার ফলে গ্যাস কিনতে গেলেই ৯১১ টাকা দিতে হবে যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অতিমারিতে সাধারণ মানুষের রোজগার নিয়ে নাজেহাল অবস্থা। তার উপর জিনিসপত্রের দামও আকাশছোঁয়া। এবং তার মধ্যে মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ফের গ্যাসের দাম বাড়ায় চিন্তা বাড়ছে।
গত ডিসেম্বর মাস থেকে রান্নার গ্যাসের দাম ৩২৭ টাকা বেড়েছে। এভাবে দাম বাড়তে থাকলে নাভিশ্বাস ওঠার অবস্থা সাধারণ মানুষের। তবে চলতি বছরেই গ্যাসের দাম বাড়ল ২৪১ টাকা।
এর আগে ১৭ আগস্ট ২৫ টাকা দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের। ফের ১৫ দিনের মধ্যে আবারও ২৫ টাকা বেড়ে দাম দাঁড়াল ৯১১ টাকা।
এই নিয়ে পরপর তিন মাস ২৫ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের গাম। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৩.৫০ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৭০.৫০ টাকা।
উল্লেখ্য, প্রতি মাসের ১ তারিখ রান্নার গ্যাসের দাম সংশোধন করে রাষ্টায়ত্ত তেল সংস্থাগুলি। তবে গত তিন মাস ধরে যে হারে গ্যাসের দাম বাড়াচ্ছে, তাতে ১০০০-এর গন্ডি পার করতে খুব বেশি সময় নেই বলেই মনে হচ্ছে সকলের।