- Home
- Business News
- Other Business
- ফের হেঁশেলে আগুন, লাফিয়ে লাফিয়ে বাড়ল ভর্তুকিহীন গ্যাসের দাম, পকেটে কোপ মধ্যবিত্তের
ফের হেঁশেলে আগুন, লাফিয়ে লাফিয়ে বাড়ল ভর্তুকিহীন গ্যাসের দাম, পকেটে কোপ মধ্যবিত্তের
- FB
- TW
- Linkdin
মহাসঙ্কটের মধ্যে ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে।
কলকাতায় এক ধাক্কায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। এতদিন অর্থাৎ গতকাল বুধবার পর্যন্ত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা।
বাজেটের পরেই ফের মাসের শুরুতেই একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম।
কলকাতায় এক ধাক্কায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। এতদিন অর্থাৎ গতকাল বুধবার পর্যন্ত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা।
আজ বৃহস্পতিবার থেকে রান্নার গ্যাস দাম বেড়ে দাঁড়াল ৭৪৫ টাকা ৫০ পয়সা।
গত ডিসেম্বর মাস থেকে এই নিয়ে তিনবার দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগেও দু দফায় দাম বেড়েছিল ১০০ টাকা।
করোনা আবহে অগ্নিমূল্য বাজারে যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। একধাক্কায় রান্নার গ্যাসের দাম অনেকটা বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে।