- Home
- Business News
- Other Business
- লাগাতার পেট্রোলের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় হাত, আজ কত বাড়ল, দেখুন ছবি
লাগাতার পেট্রোলের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় হাত, আজ কত বাড়ল, দেখুন ছবি
পেট্রোলের লাগাতার দাম বাড়তে থাকায় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। একে করোনা পরিস্থিতি এখন প্রায় প্রত্য়েকেই নিজের গাড়ি বেশি ব্য়বহার করছে। এদিকে দাম বাড়ায় আরও কষ্ট বেড়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি শুক্রবার আবার দাম বাড়াল পেট্রোলের৷ এদিন লিটার প্রতি ১১ পয়সা দাম বেড়েছে পেট্রোলের৷ এই সপ্তাহে একদিন বাদ দিয়ে প্রতিদিন দাম বেড়েছে পেট্রোলের৷ অন্যদিকে অবশ্য অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম৷ শুক্রবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮১.৯৪ টাকা, ডিজেলের দাম ৭৩.৫৬ টাকায় স্থির রয়েছে ৷ প্রতিদিন সকাল ৬টায় তেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷
| Published : Aug 28 2020, 10:03 AM IST / Updated: Aug 28 2020, 10:10 AM IST
- FB
- TW
- Linkdin
পেট্রোলের লাগাতার দাম বাড়তে থাকায় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। একে করোনা পরিস্থিতি এখন প্রায় প্রত্য়েকেই নিজের গাড়ি বেশি ব্য়বহার করছে। এদিকে দাম বাড়ায় আরও কষ্ট বেড়েছে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি শুক্রবার ফের দাম বাড়াল পেট্রোলের৷ শুক্রবার লিটার প্রতি ১১ পয়সা দাম বেড়েছে পেট্রোলের৷ এই সপ্তাহে একদিন বাদ দিয়ে প্রতিদিন দাম বেড়েছে পেট্রোলের৷
অপরদিকে অবশ্য ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে ৷ শুক্রবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮১.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৭৩.৫৬ টাকায় স্থির রয়েছে৷
প্রতিদিন সকাল ৬টায় তেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি৷ আর তাই সেই মূল্যবৃদ্ধির আশঙ্কায় থাকেন আমজনতা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রোল ও ডিজেলের দাম ৷
তবে এর উপর এক্সসাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ তাই করোনা আবহে তেলের দাম নিয়ে গ্রাহকদের উদ্বেগ বাড়ছে।