বাম্পার খবর, লকডাউনের মধ্যে রেকর্ড হারে পতন সোনার দামে
- FB
- TW
- Linkdin
এপ্রিলের শুরুতেও একধাক্কায় দাম কমেছিল সোনার। আবারও লকডাউনের মধ্যে রেকর্ড পতন হল সোনার দামে।
সোনা নিয়ে এমনিতেই চিন্তার শেষ নেই বাঙালিদের। একলাফে বাড়ছে তো আবার কমছে। এই নিয়ে নাজহাল মধ্যবিত্ত।
ঘরোয়া ইক্যুইটি বাজার এবং ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধির ফলশ্রুতিতে এক ধাক্কায় তিন শতাংশের বেশি কমেছে সোনার দাম।
কিছুদিন আগেও আন্তজার্তিক বাজারে মূল্যবৃদ্ধি ও ডলারের তুলনায় টাকার মূল্যের অবনমনের জেরেই সোনার দাম ক্রমশ বেড়েই চলেছিল।
ফের লকডাউনের মধ্যেইমধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪১,০৩০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৩,৪৫০ টাকা।
গত ১০ দিনের মধ্যে ৩ দিন ধরে রেকর্ড হারে কমেছে এই সোনার দাম। তার পাশাপাশি রূপোর দামও কমেছে।
মহামারীর আশঙ্কারও মধ্যেও ক্রেতা , বিক্রেতা সকলের জন্যই খুশির খবর শোনাল সোনার বাজার।
আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করেই এই দাম ওঠা নামা হয়েই চলেছে। বিয়ের মরশুম, সোনার দাম কমায় আখেরে অনেকটাই লাভ হয়েছে মধ্যবিওদের।