বড় ঘোষণা, এবার সম্পূর্ণ বিনামূল্যেই মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার
- FB
- TW
- Linkdin
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বড় ঘোষণা। এবার থেকেই সম্পূর্ম বিনামূল্যেই পাবেন রান্নার গ্যাসের সিলিন্ডার।
সূত্র থেকে জানা গেছে তেল সংস্থা ইএমআই ডেফারমেন্ট স্কিমের মেয়াদ আগামী ১ বছর পর্যন্ত বাড়াতে পারে।
যারা উজ্জ্বলা যোজনার আওতার মধ্যে রয়েছেন তারা এলপিজি সিলিন্ডারের আর কোনও টাকা তেল সংস্থাকে দিতে হবে না।
ফের মাসের শুরুতেই একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। জুন মাস পড়তে না পড়তেই ৩২ টাকা দাম বাড়ল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের।
কারণ উজ্জ্বলা যোজনার স্কিম অনুযায়ী আপনি যদি গ্যাসের কানেকশন নেন তাহলে গ্যাসের ওভেন সহ মোট ৩২০০ টাকা আপনাকে দিয়ে তবেই নিতে হবে। এর মধ্যে ১৬০০ টাকা ভর্তুকি সরকারকে দেওয়া হয় আর বাকি ১৬০০ টাকা তেল সংস্থাকে। কিন্তু এবার থেকে আর সেই তেল সংস্থার ১৬০০ টাকা দিতে হবে না।
নতুন ইএমআই পরিকাঠামোতে গ্রাহকদের আলাদা করে আর কোনও টাকা দিতে হবে না।
পেট্রোলিয়াম মন্ত্রালয়ের নির্দেশে তেল সংস্থাগুলি ইএমআই ডেফারমেন্ট স্কিম শুরু করতে চলেছে।
১৪ কিলোর সিলিন্ডার নিলে ১ বছরে প্রথম ৬টি সিলিন্ডারের ক্ষেত্রে ইএমআই দিতে হবে না। সপ্তম সিলিন্ডার থেকে দিতে হবে ইএমআই।
একইভাবে ৫ কিলো সিলিন্ডারের ক্ষেত্রে প্রথম ১৭ টি সিলিন্ডারের ইএমআই দিতে হবে না। ১৮ তম সিলিন্ডার থেকে দিতে হবে ইএমআই।
ইএমআই না দিলে ভর্তুকি রেটে গ্রাহকরা এবার থেকে সিলিন্ডার পাবেন। ২০১৯ সালের পর যারা এই কানেকশন নিয়েছেন তারা এই বিশেষ সুবিধা পাবেন।