- Home
- Business News
- Other Business
- বাড়িতে বসেই আপডেট করুন আধার কার্ডের ঠিকানা, বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের
বাড়িতে বসেই আপডেট করুন আধার কার্ডের ঠিকানা, বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের
আধার কার্ড থেকে রেশন কার্ড সবকিছুই এখন স্মার্ট। বর্তমানে বৈধ পরিচয়পত্র হিসেবেও আধার কার্ড ব্যবহার করা হয়। বর্তমানে সমস্ত জায়গায় প্রামাণ্য দলিল হিসেবে এই আধার কার্ড ব্যবহার করা হয়। প্রতিটা ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। ফের আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ঠিকানা বদল মানেই নানারকমের ঝক্কি। ভোটার থেকে আধার, সমস্ত পরিচয় পত্রেই ঠিকানা বদল করা নিয়ে নাজেহাল সকলেই। তবে এবার আর কোনও ঝামেলা পোহাতে হবে না। ঘরে বসেই আপডেট করে নিতে পারবেন আধার কার্ডের ঠিকানা, জানুন কীভাবে।
- FB
- TW
- Linkdin
ভারতকে ডিডিটাল করার লক্ষ নিয়ে এক বড় পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্মার্ট করার তাগিদে সব কিছুই এখন স্মার্ট। আধার কার্ডে কোনও তথ্য বদলাতে বা আপডেট করতে হলে এবার আর কোনও চিন্তার বিষয় নেই।
সম্প্রতি আধার আপডেশনের নিয়মে বেশ কিছু বদল হয়েছে ৷ ইতিমধ্যেই আধার কার্ড সংক্রান্ত যে কোনও সমস্যার জন্য দেশের বেশ কিছু শহরে আধার সেবা কেন্দ্র চালু করেছে ৷
এই সেন্টারে গিয়ে আপনি নতুন আধার কার্ডও তৈরি করতে পারবেন ৷ পাশাপাশি আধার কার্ড নাম, ঠিকানা বা জন্মতারিখ সহজেই বদলাতে পারবেন ৷
আধার সেবা কেন্দ্রের পরিষেবা নেওয়ার জন্য আগে থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ৷ এবার নতুন আধার কার্ড তৈরির জন্য নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেল আইডি, জেন্ডার ও বায়োমেট্রিক আপডেট করার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ৷
প্রথমে ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়ে মাই আধার ট্যাবে ক্লিক করুন ৷ এরপর বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অপশনে গিয়ে নিজের শহর সিলেক্ট করুন ৷ এরপর 'প্রসেস টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট'-এ ক্লিক করুন ৷
তারপরই একটি নতুন পেজ খুলে যাবে ৷ এর মধ্যে তিনটি অপশন থাকবে-নিউ আধার, আধার আপডেট ও ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট ৷
আপনার দরকার অনুযায়ী অপশন সিলেক্ট করুন এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ক্যাপচা কোড প্রেসকরুন ৷ সঙ্গে সঙ্গেই আপনার ফোনে ওটিপি চলে আসবে। এবং সেটি এন্টার করতেই অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়ে যাবে ৷
ওটিপি ভেরিফিকেশন হওয়ার পর সাইটে দেওয়া ফর্ম ফিলআপ করুন ৷ এরপর আপনাকে অ্যাপয়েন্টমেন্টের টাইম স্লট সিলেক্ট করতে হবে ৷
সবার শেষে সাবমিট বটনে ক্লিক করলেই আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া পুরোটা কমপ্লিট হবে ৷