বদলাতে চলেছে এটিএম-এর নিয়ম, সমস্যায় পড়বে কোটি কোটি মানুষ
- FB
- TW
- Linkdin
লকডাউনের মধ্যেই এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নয়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্কের কমিটি রিপোর্টে টাকা তোলার ক্ষেত্রে নয়া নিয়ম জারি করা হয়েছে।
রিপোর্টে বলা হয়ছে,টাকা তোলার ক্ষেত্রে ৫০০০ টাকা লিমিট করে দেওয়া হোক। যদি কেউ বেশি টাকা তুলতে চায় তাহলে চার্জের প্রস্তাব দিয়েছে কমিটি।
মানিলাইফের খবর থেকে জানা গেছে, এই কমিটির প্রস্তাবের রিপোর্টে জনগণের জন্য খুলে দেওয়া হয়নি।
গতবছরই এটিএম থেকে ইন্টার চেঞ্জ ফি পরিকাঠামো নিয়ে খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল। তারা নিজেদের প্রস্তাবও ইতিমধ্যেই জমা দিয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ফিন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ১৭ টাকা এবং নন-ফিন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ৭ টাকা চার্জ করা হবে।
সেন্ট্রাল ব্যাঙ্কও জমা দিয়েছ। তবে জানা যানি আরবিআই এই প্রস্তাবে স্বীকৃতি দিয়েছে কিনা।
মানিলাইফের রিপোর্ট অনুযায়ী কমিটি প্রস্তাব দিয়েছে ১৬ শতাংশ বৃদ্ধির। সারা দেশে ১০ লক্ষেরও বেশি মানুষ এটিএম-এর এই চার্জের আওতায় আসবেন।
যেখানে ১০ লক্ষের কম মানুষ বাস করে সেখান কমিটির প্রস্তাব ২৪ শতাংশ বৃদ্ধির।
রিপোর্টে আরও বলা হয়েছে ব্যাঙ্কের থেকে এটিএম-এ ট্রানজাকশন করা অনেক বেশি সুবিধাজনক। তাই ব্যাঙ্কের সঙ্গে এটিএম-এ ট্রানজাকশন -এর তুলনা করা কখনওই উচিত নয়।