- Home
- Business News
- Other Business
- এক ক্লিকেই বুকিং করতে পারবেন রান্নার গ্যাসের সিলিন্ডার, জানতে পারবেন স্ট্যাটাসও
এক ক্লিকেই বুকিং করতে পারবেন রান্নার গ্যাসের সিলিন্ডার, জানতে পারবেন স্ট্যাটাসও
- FB
- TW
- Linkdin
রান্নার গ্যাস নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একধাক্কায় রান্নার গ্যাস বাড়ছে তো আবার কমছে । কখনও আবার ব্যাঙ্কে ভর্তুকি ঢুকছে না। এবার রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে আর সহজ পদ্ধতি আনা হল।
বর্তমানে সমস্ত কাজই অনলাইনেই চলছে। যে কোনও বিল পেমেন্ট থেকে নিজের প্রয়োজনীয় জিনিস কেনা সবকিছুই এখন অনলাইনে চলছে।
এবার রান্নার গ্যাস বুকিংয়ের জন্যও আর কোনও ঝক্কি পোহাতে হবে না। হোয়াটসঅ্যাপ থাকলেই একাধিক কাজ নিমেষে করা সম্ভব হচ্ছে। যেমন এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই গ্যাসের বুকিং সেরে ফেলতে পারবেন।
ইনডেন গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে আর রেজিস্টার্ড নম্বরে ফোন করতে হবে না। একটা মেসেজ করলেই গ্যাস বুকিং হয়ে যাবে।
ইনডেন গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে আর রেজিস্টার্ড নম্বরে ফোন করতে হবে না। একটা মেসেজ করলেই গ্যাস বুকিং হয়ে যাবে।
তবে আপনার গ্যাসের বুকিংয়ের ক্ষেত্রে আপনার বৈধ নম্বর থেকেই আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে।
হোয়াটসঅ্যাপে বুকিং করা মানেই যে কোনও নাম্বার থেকে ম্যাসেজ করলেন আর গ্যাস বুকিং হয়ে গেল তেমনটা কিন্তু হয়। আপনার যেই নম্বরটি গ্যাস অফিসে রেজিস্টার করা নম্বর থেকেই মেসেজ পাঠাতে হয়।
তবে শুধু গ্যাস বুকিং নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি নিজের গ্যাসের স্ট্যাটাসও জানতে পারবেন।
গ্যাসের স্ট্যাটাস জানতেই রেজিস্টার করা মোবাইল থেকে স্ট্যাটাস লিখে ম্যাসেজ পাঠালেই আপনি নিজের স্ট্যাটাস জেনে নিতে পারবেন।