- Home
- India News
- করোনাকে চ্যালেঞ্জ জানাতে ররিবার কী কী করবে দেশবাসী, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
করোনাকে চ্যালেঞ্জ জানাতে ররিবার কী কী করবে দেশবাসী, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জনতা কারফিউ-র ঠিক ১৫ দিন পরে আবারও ভারতবাসীর কাছে সময় চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার অবশ্য রাত ৯টা মাত্র ৯ মিনিট। এই সময়টাতেই করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বললেন তিনি। তিনি আরও বলেন করোনাভাইরাস মোকাবিলায় গোটা দেশই ২১ দিনের লকডাউন পালন করছে। এই অবস্থায় কোনও ভারতবাসীই নিজের একাভাববেন না। বাড়াতে হবে মনোবল। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। এই অবস্থায় বাড়িতে থেকেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রবিবার করোনা মোকাবিলায় ভারতবাসী যে যুদ্ধ করছে তা আরও বাড়াতেই তিনি ৯ মিনিট সময় চেয়েছেন। পাশাপাশি দেশের আইনশৃঙখলা রক্ষায় সাধারণ মানুষ পুলিশের সাহায্য করতে বলেও ভূয়সী প্রশংসা করেন তিনি।
| Published : Apr 03 2020, 09:16 PM IST / Updated: Apr 03 2020, 09:34 PM IST
করোনাকে চ্যালেঞ্জ জানাতে ররিবার কী কী করবে দেশবাসী, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
116
রবিবার আরও এক যুদ্ধের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
216
দেশের সাধারণ মানুষের প্রশংসায় প্রধানমন্ত্রী।
316
২২ মার্চের জনতা কারফিউ বিশ্বে নজির।
416
ভারতে অনুসরণ করছে বিশ্ববাসী।
516
জনতা কারফিউ লড়াইয়ে উদ্বুদ্ধ করেছে দেশবাসীকে।
616
করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের সফল হতেই হবে।
716
নিজেকে একা না ভাবতেই পরামর্শ প্রধানমন্ত্রীর।
816
'আমরা ঘরে থাকতে পারি কিন্তু একা নই'।
916
দেশের মানুষকে লড়াই করার প্রস্তুতি নিতে আবেদন।
1016
'মনোবল বাড়াবে'- বললেন প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদী।
1116
করোনা সংকটকে পরাজিত করতেই হবে।
1216
করোনার বিরুদ্ধে লড়াই ছুঁড়তে হবে রবিবারই।
1316
'প্রকাশের তেজকে পরখ করতে হবে'।
1416
১৩০ কোটির মহাশক্তিকে জাগাতেই হবে।
1516
রবিবার কী করতে হবে?
1616
জনতার কাছে আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।