- Home
- West Bengal
- মৃত্যুর সংখ্যা ১৩৪, সংক্রমণ প্রায় ২০ হাজার, কলকাতা, দঃ ২৪ পরগনা, হাওড়া, বাংলায় কোন কোন এলাকা ঘিরে ভয়
মৃত্যুর সংখ্যা ১৩৪, সংক্রমণ প্রায় ২০ হাজার, কলকাতা, দঃ ২৪ পরগনা, হাওড়া, বাংলায় কোন কোন এলাকা ঘিরে ভয়
রাজ্যে করোনা সংক্রমণের হার ক্রমেই বেড়ে চলেছে। একের পর এক জেলা ঘিরে বাড়ছে চিন্তা। কলকাতার পরই সংক্রমণ বাড়ছে হাওড়া-হুগলি-নদিয়ায়। পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যের সার্বিক ছবিটা ঠিক কেমন!

রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা আবারও ২০ হাজার ছুঁই ছুঁই। ট্রেন্ড বজায় রেখেই সংক্রমণ ১৯,৪৪৫। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১০,১২,৬০৪ জন।
পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যার যে ছবি উঠে এসেছে তার মধ্যে প্রাণ হারিয়েছেন ১২,৪৬১ জন।
সংক্রমণের হার বেড়ে রাজ্যে বর্তমানে ৩১ শতাংশ। যার মধ্যে কলকাতাতেই আক্রান্তের সংখ্যা বেড়ে ৪হাজার।
কেবল কলকাতা নয়, করোনা সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণ ২৪ পরগনাতে, হাওড়া, হুগলিতে ও নদিয়াতেও।
মৃত্যুর নিরিখে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় প্রয়াত ৪২ জন।
কলকাতাতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। উত্তরের ছবিটাও ধীরে ধীরে খারাপের পথে। দার্জিলিং-এ মারা গিয়েছে ৪ জন।
তবে রাজ্যে বাড়ছে না টিকা করণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ হয়েছে মাত্র ৯ হাজার ৯০৬ জনের।