ফের ১ হাজারের দিকে উর্ধ্বমুখী কোভিড গ্রাফ, কবে মৃত্যু শূন্য হবে কলকাতা
কোভিডে ফের সংক্রমণ সামান্য বাড়লেও কমল মৃত্যু কলকাতা সহ রাজ্যে। তবে চিন্তা বাড়ছে দার্জিলিং- উত্তর ২৪ পরগণা- পশ্চিম মেদিনীপুরে। রাজ্যে সুস্থতার হারও দ্রত বৃদ্ধি পাচ্ছে না। এখনও আটকে ৯৭ এর ঘরেই। বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন, ৯৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড পরিস্থিতি ছবিতে-ছবিতে।
Latest Videos
