মহামারি কার্বন ডাই অক্সাইড কমালেও ১০০ বছরেও পুরণ হবে না ক্ষতি, জানাল রাষ্ট্র সংঘ
- FB
- TW
- Linkdin
রাষ্ট্র সংঘের প্রতিবেদনে আশার আলো দেখালেন অ্যান্তেনিও গুতেরেস। তিনি বলেলেন বর্তমান করোনা বিশ্বে কিছুটা হলেও বেড়েছে অক্সিজেনের পরিমাণ।
মহামারির সঙ্গে লড়াই করার জন্য এপ্রিলের প্রথম দিকে অধিংকাশ দেশই লকডাউনের পথে হেঁটেছে। প্রায় বন্ধ ছিল উৎপাদন। তার তারই প্রভাব পড়েছে প্রকৃতির ওপর।
রাষ্ট্র সংঘের প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিল মাসের প্রথম দিক থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ ২০১৯ সালের তুলনায় ১৭ল শতাংশ কমে গেছে। যা ২০০৬ সালের সমান।
মহামারির প্রকোপ রুখতে বিভিন্ন দেশের সরকারি পদক্ষেপ নেওয়ার কারণেই সিও২ নিঃসরণের পরিমাণ কমেছে বলে জানিয়েছে রাষ্ট্র সংঘ।
ইন্টারন্যাশানাল এনার্জি সংস্থা আগেই এই ইঙ্গিত দিয়েছিল। এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল চলতি বছর বিশ্বে যে কোনও কৃত্রিশ শক্তির চাহিদা কমবে। আর সেই কারণে ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতি। তবে তার প্রভাব পড়বে প্রকৃতির ওপর।
রিপোর্টে বলা হয়েছিল, কার্বন ডাউই অক্সাইড নিঃসরণের পরিমাণ অনেকটাই কমেবে। ১০ বছর আগের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মনে করা হয়েছিল। বলা হয়েছিল ৮ শতাংশ পর্যন্ত কমতে পারে সিও২ নিঃসরণ।
সিও২ নিঃসরণের হার এবার রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ২০০৮ সালের আর্থিক মন্দার বছরকে। কারণ ওই বছরের তুলনায় কমেছে নিঃসরণ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বছরগুলির তুলনায় এখনও তা দ্বিগুণ বলেও জানিয়েছে।
তবে সিও১ নির্গমণের এই হ্রাস কার্বন ডাই অক্সাইডের ঘণত্বের ওপর এখনও পর্যন্ত কোনও প্রভাব ফেলেনি। তবে আগামী দিনে অর্থনীতিকে বাঁচিয়ে কী করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য লকডাউনের পথে হাঁটা যায় তাই নিয়েও আলোচনা শুরু করেছেন বিশেষজ্ঞরা।
তবে গত ৫ বছরে কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তবে ২০২০তে বায়ুমণ্ডলীয় সিও২-র ঘণত্ব রেকর্ড তৈরি করেছিল।
তবে বর্তমান পরিস্থিতিতে আশঙ্কা তেমন কমেনি। কারণ গ্রিনহাউস গ্যাসেরল ঘণত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অব্যাহত রয়েছে জলবায়ুর পরিবর্তন। রিপোর্ট বলা হয়েছে ২০২০ একটি অভূতপূর্ব বছর। যেখানে মানুষের প্রাণ যাচ্ছে, প্রায় থমকে গেছে অর্থনীতি। কিন্তু অব্যাহত রয়েছে জলবায়ু পরিবর্তন।