সেরা বিশ্বকাপ একাদশ, সচিনের বাছাই! আট নম্বরের চমকে ভারতকে বার্তা
রবিবার একটি জমজমাট ক্রিকেট ম্যাচের পর আইসিসির উদ্ভট নিয়মে শেষ হয়েছে দেড় মাস ধরে চলা ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। সদ্য সমাপ্ত বিশ্বকাপে বেশ কিছু টানটান ম্যাচের সঙ্গে সঙ্গে দুর্দান্ত কিছু পারফরম্যান্সও দেখা গিয়েছে। রোহিত শর্মা, সাকিব আল হাসান, বা মিচেল স্টার্কদের মতো ক্রিকেটারদের জন্য দারুণ গিয়েছে টুর্নামেন্টটা। ফাইনালের পরই সরকারি সম্প্রচারকারি সংস্থা স্টার স্পোর্টস-এর জন্য কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের নিয়ে নিজের পছন্দের সেরা একাদশ বেছে নিয়েছেন। কেইন উইলিয়ামসন তাঁর দলের অধিনায়ক। বাকি জায়গাগুলি নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও দলের আট নম্বরে কিন্তু সচিন দারুণ চমক দিয়েছেন। এইভাবে ভারতীয় দলকেই তিনি বার্তা দিলেন মনে করা হচ্ছে।
| Published : Jul 15 2019, 05:24 PM
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
111
)
রোহিত শর্মা (ভারত) - ৬৪৮ রান (৯ ম্যাচে)
211
জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) - ৫৩২ রান (১১ ম্যাচে)
311
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, অধিনায়ক) - ৫৭৮ রান (১০ ম্যাচে)। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। তেন্ডুলকরই পুরস্কার দেন।
411
বিরাট কোহলি (ভারত) - ৪৪২ রান (৯ ম্যাচে)। যে চার নম্বর নিয়ে ভারতের সবচেয়ে বেশি চিন্তা, সেখানে ভারত অধিনায়ককেই রেখেছেন।
511
সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৬০৬ রান, ১১ উইকেট (৮ ম্যাচে)
611
বেন স্টোকস (ইংল্যান্ড) - ৪৬৮ রান, ৭ উইকেট (১১ ম্যাচে)
711
হার্দিক পাণ্ডিয়া (ভারত) - ২২৬ রান, ১০ উইকেট (৯ ম্যাচে)
811
রবীন্দ্র জাদেজা (ভারত) - ৭৭ রান এবং ২ উইকেট (২ ম্যাচে)
911
1011
জোফ্রা আর্চার (ইংল্যান্ড) - ২০ উইকেট (১১ ম্যাচে)
1111
জসপ্রীত বুমরা (ভারত) - ১৮ উইকেট (৯ ম্যাচে)