২০২১ আইপিএলে সিএসকে থেকে বাদ পড়ছে ৭-৮ জন প্লেয়ার, তালিকায় সব মহাতারকাদের নাম
First Published Jan 12, 2021, 7:17 PM IST
আরব আমিরশাহিতে ১৩ তম আইপিএলে একেবারেই ভালো যায়নি প্রততিযোগিতার ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের। প্রথমবার শেষ চারে পৌছতে পারেন এমএস ধোনির দল। আশানরুপ পারফরমেন্স করতে পারেননি ধোনি সহ দলের একাধিক মহা তারকা প্লেয়ার। তাই ২০২১ আইপিএলের মিনি নিলামের আগে দলের একাধিক তারকাকে ছেটে ফেলা হতে পারে। সম্পূর্ণ নতুন মোড়কে দেখা মিলতে পারে সিএসকের।

বর্তমানে নিলামে অংশ গ্রহণের জন্য সিএসকের হাতে রয়েছে মাত্র ১৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই খুলে গিয়েছে আইপিএলের ট্রেড উইন্ডো। জানুয়ারির ২১ তারিখের মধ্যে জমা দিতে হবে রিলিজ প্লেয়ারের তালিকা। ১১ ফ্রেব্রুয়ারি হবে মিনি নিলাম। তার আগে দলের একাধিক তারকা প্লেয়ারদের ছেড়ে দিয়ে নিলামে অংশ নিতে চাইছে সিএসকে কর্তৃপক্ষ।

সিএসকে সূত্রে খবর, দলের কমপক্ষে সাত থেকে আট জন প্লেয়ার রয়েছে কোপ পড়ার তালিকায়। বয়স্ক প্লেয়ারদের বয়ে বেড়াবে বলেই সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ আইপিএলের খারাপ পারফরমেন্সের যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই লক্ষ্য সিএসকের।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন