প্রতিবেশীর সঙ্গে প্রেম, সিনেমা দেখতে গিয়ে শাশুড়ির হাতে পাকড়াও, জানুন অজিঙ্কে রাহানের প্রেম কাহিনি
First Published Dec 29, 2020, 6:40 PM IST
বিরাট কোহলির অনুপস্থিতে দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দিয়েছেন অজিঙ্কে রাহানে। অ্যাডিলেড টেস্ট হারের পর কঠিন পরিস্থিতিতে দলের দায়িত্ব নেওয়া ও চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় ব্যাট করে দলের জয়ের ভিত রচনা করে, সর্বত্র প্রশ্ংসিত হচ্ছেন রাহানে। তার অধিনায়কত্বেরও প্রশংসা করছে ক্রিকেট বিশ্ব। ২২ গজে আপাত নিরীহ ঠান্ডা মাথার রাহানে কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক। রাহানে ও তার স্ত্রী রাধিকার প্রেম কাহিনিও খুবই মজার ও আকর্ষণীয়। মেলবোর্ন টেস্টে রাহানের কেরিয়ারে অন্যতম সাফল্যের সময় আপনাদের জানাবো তার প্রেম ও বিয়ের কাহিনি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন