- Home
- Sports
- Cricket
- Virat Kohli In South Africa: ব্যাটসম্যানদের বদ্ধভূমি দক্ষিণ আফ্রিকায় কোহলির পরিসংখ্যান চমকে দেওয়ার মত
Virat Kohli In South Africa: ব্যাটসম্যানদের বদ্ধভূমি দক্ষিণ আফ্রিকায় কোহলির পরিসংখ্যান চমকে দেওয়ার মত
- FB
- TW
- Linkdin
চার বছর পর ফের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় ক্রিকেট দল। এখনও পর্যন্ত প্রোটিয়া দেশে টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবার সেই নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা সফরে পারি দিয়েছে বিরাট কোহলির দল।
ভারতীয় দলের ক্রিকেটাররেদর মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে সবথেকে সফল ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন টেস্ট দলের অধনায়ক বিরাট কোহলি। লাল বল ও সাদা বলের ক্রিকেটে প্রোটিয়াভূমে বিরাট কোহলির পরিসংখ্যান সত্যি প্রশংসনীয়।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাট কোহলির ব্যাট বরাবরই কথা বলেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো পর্যন্ত বিরাট কোহলি খেলেছেন ৫টি টেস্ট। করেছেন ৫৫৮ রান। তাঁর গড় ৫৫.৮০। ম্যান্ডেলার দেশে লাল বলের ক্রিকেটে কোহলির রয়েছে জোড়া সেঞ্চুরি ও জোড়া হাফ-সেঞ্চুরি।
পঞ্চাশ ওভারের ক্রিকেটেও কোহলি দারুণ সাফল্য পেয়েছেন। ১৭টি ওয়ানডে ম্যাচে তিনি ৮৭৭ রান করেছেন। সর্বোচ্চ ১৬০ এসেছে তাঁর ব্যাট থেকে। তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। করেছেন চারটি অর্ধ-শতরান। কোহলির গড় চমকে দেওয়ার মতো। ৮৭.৭০-র গড়ে ৯০.২৩-এর স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি।
অস্ট্রেলিয়া,ইংল্যান্ডের থেকে দক্ষিণ আফ্রিকার পিচে মুভমেন্ট অনেক বেশি। সেখানে ব্যাট করা ব্যাটসম্যানদের কাছে সত্যিই চ্যালেঞ্জিং। সেখানে বিরাট কোহলির ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেছেন। এবারও সেই ধারা অব্যাহত রাখাই লক্ষ্য ভারত অধিনায়কের।
এবাররে দক্ষিণ আফ্রিকা সফর বিরাট কোহলির কাছে সত্যিই চ্যালেঞ্জের। কারণ টি২০ জাতীয় দলের দায়িত্ব নিজে ছাড়লেও, একদিনের ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে কোহলিককে সরিয়েছে বোর্ড। তা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কম জল ঘোলা হয়নি কোহলির। বর্তমানে শুধু টেস্টের অধিনায়ক কোহলি। ফলে নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া কোহলি
এছাড়া দীর্ঘ ২ বছর ধরে বিরাট কোহলির ব্য়াটে বড় রান আসেনি। অধরা রয়েছে সেঞ্চুরি। দীর্ঘ সময় ব্যাটে রান না থাকায় তা নিয়েও সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে। পয়া দক্ষিণ আফ্রিকায় সেই খরা কাটাতে মরিয়া কোহলি।
দক্ষিণ আফ্রিকায় গতবারের সফরে একটি টেস্ট বিরাট কোহলির নেতৃত্বে জিতেছিল ভারতীয় দল। তবে সিরিজ ২-১ এ হারতে হয়েছিল। এবার ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবেও একাধিক নজির গড়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে।