- Home
- Sports
- Cricket
- প্রথম টেস্ট জিতলেও টিম ইন্ডিয়ায় হতে পারে পরিবর্তন, দেখে নিন পিঙ্ক বল টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
প্রথম টেস্ট জিতলেও টিম ইন্ডিয়ায় হতে পারে পরিবর্তন, দেখে নিন পিঙ্ক বল টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
মায়াঙ্ক আগরওয়াল-
প্রথম টেস্টে ভারতীয় দলের ওপেনিংয়ে শুরু করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে তার সুযোগ পাওয়া পাকা। ফলে বেঙ্গালুরুতে বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল।
রোহিত শর্মা-
মোহালিতে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে দুরন্ত জয় পেয়েছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হলেও, ব্যাট হাতে বড় রান করতে পারেননি তিনি। খেলেছিলেন ২৯ রানের ইনিংস। তাই দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতেও জ্বলে উঠতে মুখিয়ে রয়েছেন হিটম্যান।
হনুমা বিহারী-
মোহালি টেস্টে প্রথমার ভারতীয় দলের তিন নাম্বারে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন হনুমা বিহারী। সেই সুযোগ কাজজে লাগিয়ে ৫৮ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। এবার দ্বিতীয় ম্যাচে তার জায়গা পাকা করতে বড় ইনিংস খেলাই লক্ষ্য হনুমার।
বিরাট কোহলি-
মোহালিতে শততম টেস্টে ভালো শুরু করেও ৪৫ রানে থেমেথিলেন বিরাট কোহলি। এবার নিজের আইপিএল দল আরসিবির ঘরের মাঠে দিনরাতের টেস্ট মাঠে নামবে বিরাট কোহলি। ২০১৯ সালে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করেছিলেন বিরাট। এবার ফের এক পিঙ্ক বল টেস্ট সেঞ্চুরির খরা কাটানো লক্ষ্য কোহলির।
ঋষভ পন্থ-
প্রথম টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ভারতীয়উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। খেলেছিলেন ৯৬ রানের ঝকঝকে ইনিংস। কিন্তু একটুর জন্য সেঞ্চুরি অধরা থেকে গিয়েছিল পন্থের। এবার বেঙ্গালুরুতে সেই আক্ষেপ মিটিয়ে নিতে মরিয়া তিনি।
শ্রেয়স আইয়র-
ঘরের মাটিতে নিউজল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক সেঞ্চুরি করেছিলেন শ্রেয়স আইয়র। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পেলে বড় রান করতে পারেননি তিনি। ২৭ রান করেছিলেন। তাই দ্বিতীয় টেস্টে বড় রান করে জায়গা পাকা করতে মরিয়া শ্রেয়স।
রবীন্দ্র জাদেজা-
মোহালি টেস্ট পুরোপুরি ছিল রবীন্দ্র জাদেজার নামে। ব্যাট হাতে ১৭৫ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ম্য়াচে নেন মোট ৯ উইকেট। তার মধ্যে প্রথম ইনিংসে ৫। আইসিসির সেরা অলরান্ডারের তালিকায় শীর্ষে এখন জাদেজা। এবার পিঙ্ক বল টেস্টে নিজের কামাল দেখানোর অপেক্ষায় জাড্ডু।
রবিচন্দ্রন অশ্বিন-
প্রথম টেস্টে ব্য়াটে-বলে অনবদ্য পারফরম্য়ান্স করেছেন রবিচন্দ্রন অশ্বিনও। একইসঙ্গে টপকে গিয়েছেন টেস্ট ক্রিকেটে কপিল দেবের ৪৩৪ উইকেট নেওয়ার নজিরও। পিঙ্ক বল টেস্টও আরও একবার নিজের স্পিনের জালে প্রতিপক্ষকে ফাসাতে প্রস্তুত অশ্বিন।
অক্ষর প্যাটেল-
চোট সারিয়ে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। টেস্ট ম্য়াচে সীমিত সুযোগে নিজেকে এর আগে প্রমাণও করেছেন তিনি। মোহালিতে টেস্টে খেলেছিলেন জয়ন্ত যাদব। বেঙ্গালুরুতে পিঙ্ক বল টেস্টে ফের ভারতীয় দলে ফেরার সম্ভাবনা প্রবল অক্ষর প্যাটেলের।
মহম্মদ শামি-
ভারতীয় দলের পেস অ্যাটাকে অন্যতম সেরা অস্ত্র মহম্মদ শামি। দেশের মাটি হোক ও আর বিদেশের মাটি সবসময় নিজেকে প্রমাণ করেছেন তারকা পেসার। মোহলি টেস্টে ভালো বোলিং করেছেন তিনি। এনার গোলাপী বলে আগুন ঝরাতে প্রস্তুত মহম্মদ শামি।
জসপ্রীত বুমরা-
ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন জসপ্রীত বুমরা। মোহালি টেস্টে যথেষ্ট ভালো বোলিং করেছেন। পিঙ্ক বল সবসময় জোরে বোলারদের সহায়তা দিয়ে থাকে। এবার বেঙ্গালুরুতে আগুনে বল করতে মুখিয়ে রয়েছেন তিনি।