বৃষ্টি বিঘ্নিত সিডনি টেস্টের শুরুতেই রেকর্ড, ইতিহাসের পাতায় নাম লেখালেন ক্লেয়ার
First Published Jan 7, 2021, 10:31 AM IST
বৃষ্টি বিঘ্নিত সিডনি টেস্ট। প্রথম দিনের বেশিরভাগ সময়ের খেলাই পন্ড হয় বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে। কিন্তু ভারত-অস্ট্রেলিয়ার সিডনি টেস্টের শুরুতেই তৈরি হল নয়া ইতিহাস বা রেকর্ড। কোনও প্লেয়ার নয়, এই ইতিহাস গড়লেন ক্লেয়ার পোলোসাক।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন