লিডসে ভারত বনমা ইংল্যান্ড তৃতীয় টেস্ট, জেনে নিন দুই দলের শক্তি-দুর্বলতা
- FB
- TW
- Linkdin
হেডিংলি টেস্টের নামার আগে জো রুটের দল নানা সমস্যায় জর্জরিত। কারণ একে লর্ডসে লজ্জার , তারউপর চোট সমস্যা পিছু ছাড়ছে না ইংল্যান্ড দলের। দ্বিতীয় টেস্টে ভালো বল করেও চোটের কারণে তৃতীয় টেস্টে মার্ক উডকে পাচ্ছে না ইংল্যান্ড। যা বড় ধাক্কা বলে স্বীকার করেল নিয়েছেন জো রুট।
এছাড়া দলের ব্যাটিং লাইনআপের অফ ফর্মও মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের কাছে। তৃতীয় টেস্টে দল থেক বাদ পড়েছে ওপেনার ডোম সিবলি। তার জায়গায় দলে নেওয়া হয়েছ ডেভিড মালানকে। কিন্তু ডেভিড মালানকে ৩ নম্বরেই খেলানোর সম্ভাবনা বেশি ইংল্য়ান্ডের।
ফলে ইংল্যান্ডের হয়ে ব্যাটিংয়ে শুরু করতে দেখা যাবে রোরি বার্নস ও ভারতীয় বংশোদ্ভূত হাসিব হামিদকে। একইসঙ্গে চোটের কারণে মার্ক উড না থাকায় অভিষেক হতে পারে পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ার সাকিব মাহমুদ। ফলে তৃতীয় টেস্টে উপমহাদেশীয় দুই তরুণ ইংল্যান্ডকে কতটা নির্ভরযোগ্যতা দিতে পারে সেদিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমিরা।
তবে জোফ্রা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওক্স, অলি স্টোন , মার্ক উডদের না থাকায় বোলিং লাইনের দায়িত্ব গিয়ে পড়বে 'বুড়ো ঘোড়া' জিমি অ্য়ান্ডারসনের উপর। এই বয়সে লাগাতার তিনটি টেস্ট খেলার ধকল নেওয়াটাও চাপের জিমির কাছে। তবে দলের বিপদের দিনে নিজের সেরাট দিতে মুখিয়ে রয়েছেন অ্যান্ডারসন।
হেডিংলিতে ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকরা আরও একবার জো রুটের চওড়া ব্যাটের উপর ভরসা করছে। টানা তৃতীয় টেস্টে শতরান করতে মুখিয়ে রয়েছেন রুট। তবে নিজের পারফরমেন্স তো বটেই, দলকে জয় এনে দিয়ে সমতা ফেরানোই জো রুটের প্রধান লক্ষ্য।
অপরদিকে, প্রথম টেস্ট থেকেই ইংল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করে খেলে আসছে ভারতীয় দল। লর্ডস টেস্ট জিতে ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। লর্ডসের পারফরমেন্স ধরে রেখে লিডস টেস্ট জিতে ২-০ লিড নেওয়াই এখন প্রধান লক্ষ্য বিরাট কোহলির দলের।
প্রথম ২ ম্যাচের পর ওপেনিং নিয়ে চিন্তা দূর হলেও, ভারতীয় মিডল অর্ডারের ফর্ম চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। কারণ দীর্ঘ দিন ধরে ব্য়াটে রান নেই খোদ বিরাট কোহলির। ব্যাটে রানের খরা চলছিল রাহানে-পুজারার। যদিও লর্ডসে দ্বিতীয় ইনিংসে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন দুই তারকা। ঋষভ পন্থও আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসছে।
যদিও বোলিং লাইনাআপের ফর্ম স্বস্তিতে রেখেছে বিরাট কোহলিকে। বিশেষ করে পেস অ্যাটাক। বুমরা, শামি, ইশান্ত, সিরাজদের সামলাতে রীতিমত হিমসিম খেয়েছে ব্রিটিশ ব্যাটসম্যানরা। লিডসেও আগুন ঝড়াতে প্রস্তুত ভারতীয় পেসাররা।
তবে লিডসে ভারতীয় স্পিন বোলিং বিভাগে রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ব্যাট হাতে রান পেলেও বোলার জাদেজা প্রথম দুটি টেস্টে দাগ কাটতে পারেনি। কিন্তু অশ্বিন ইংল্যান্ডের ভারত সফরের সময় সবথেকে সফল বোলার ছিলেন। কিন্তু দুটি ম্য়াচে দলের বাইরে ছিলেন তিনি। তাই তৃতীয় টেস্টে অশ্বিনের দলে ফেরার সম্ভাবনা।
ব্যাটিং লাইনআপের ফর্ম নিয়ে কিছুটা চিন্তা থাকলেও, সামগ্রাকভাবে আত্মবিশ্বাসী পুরো টিম ইন্ডিয়া। সমস্যা জর্জরিত ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে ভারতীয় দল এগিয়ে থেকেই শুরু করবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।