ভারতীয়দের মধ্যে প্রথম, নয়া রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি
- FB
- TW
- Linkdin
২২ গজের যুদ্ধে বিরাট কোহলির রেকর্ডের ছড়াছড়ি। এবার সোশ্যাল মিডিয়ায় নয়া রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক।
ভারতীয়দের মধ্যে এই প্রথম ইনস্টাগ্রামে বিরাট কোহলির ফলোয়ার্স সংখ্যা দাঁড়াল ১০০ মিলিয়ন।
অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের বর্তমান অনুগামীর সংখ্যা দাঁড়াল ১০ কোটি৷
দেশের মধ্যে এই কৃতিত্ব প্রথম বিরাটই অর্জন করল বলে সোমবার জানানো হয় ইনস্টাগ্রামের তরফে।
বিরাটের ঠিক পরেই দু'নম্বরে আছেন অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। তবে বিরাটের সঙ্গে তার ব্যবধান ৪০ মিলিয়ন।
বিশ্বে ক্রিকেটারদের মধ্যে ও ইনস্টাগ্রামে বিরাট কোহলির ফলোয়ার্স সংখ্যা সবথেকে বেশি। ধারে কাছে নেই কোনও ক্রিকেটার।
সমস্ত স্পোর্টস মিলিয়ে চার নম্বরে রয়েছে বিরাট কোহলি। এক, দুই, তিনে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিও মেসি ও নেইমার।
ইনস্টাগ্রামে স্পনসর্ড পোস্টে বিশ্বের প্রথম ১০ সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকাতেও আছেন বিরাট৷ ৬ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক।
ব্র্যান্ড ভ্যালুর বিচারে দেশের সবচেয়ে শক্তিশালী সেলেবদের তালিকায় এক নম্বরে বিরাট৷ নিউ ইয়র্ক শহরে অবস্থিত বহুজাতিক কনসালটেন্সি ফার্ম ডাফ অ্যান্ড ফেল্পসের রিপোর্ট এমনটাই বলছে৷
বিরাটের এই কৃতিত্বে খুশি কোহলি অনুগামীরা। আগামি দিনেও বিরাট সব কিছুতেই একের পর এক নজির গড়বেন বলে বিশ্বাসী বিরাট ফ্যানেরা।