পিঙ্ক বল টেস্টের আগে বিরাটের 'জিম সেশন', ছবি দেখে কাহিল কোহলি ফ্যানরা
| Published : Feb 20 2021, 01:20 PM IST
পিঙ্ক বল টেস্টের আগে বিরাটের 'জিম সেশন', ছবি দেখে কাহিল কোহলি ফ্যানরা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
বৃহস্পতিবারই আমদাবাদ পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সকলে একটু রিল্যাক্সড মুডে থাকলেও সময় নষ্ট করতে একেবারেই নারাজ বিরাট কোহলি।
210
বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে ম্যাচ খেলার জন্য গোটা দলের মতই মুখিয়ে রয়েছেন ভারত অধিনায়কও। তবে ডে-নাইট টেস্ট যে চ্যালেঞ্জিং হতে চলেছে তা জানেন ভিকে।
310
তাই আমেদাবাদ পৌছে জিমে গা ঘামাতে শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতেও।
410
মোতেরায় এখনও অনুশীলনে নামেনি ভারত। গোটা দলই রয়েছে স্টেডিয়াম সংলগ্ন স্যুইটে। মোতেরায় অত্যাধুনিক জিমও রয়েছে। সেখানেই কোহালিকে গা ঘামাতে দেখা গিয়েছে।
510
শুক্রবার ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন ভারতের অধিনায়ক। ছবি শেয়ার করে বিরাট লিখেছেন, “ধারাবাহিকতাই সাফল্যের আসল চাবিকাঠি।”
610
নিজের ফিটনেস নিয়ে বরাবরই খুব সিরিয়াস বিরাট কোহলি। সেই কথা আমাদের সকলেরই জানা। বিভিন্ন সময় সামনে এসেছে বিরাটের জিমের ছবি।
710
কখনও ওয়েট লিফটিং, কখনও আবার ফ্রি হ্যান্ড নেট প্র্যাকটিসের পাশাপাশি জিমেও যথেষ্ট সময় ব্যয় করেন ভারত অধিনায়ক।
810
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে বিরাটের ফিটনেস ট্রেনিংয়ের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
910
বিরাটের ফিটনেস ট্রেনিংয়ের ছবি পাগল করেছে মহিলা ভক্তদেরও। জিম সেশনে বিরাটের লুকস ছবি মনে ঝড় তুলেছে সকলের।
1010
তৃতীয় টেস্টে পিঙ্ক বলের দিন-রাতের খেলায় কঠিন লড়াই হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। বিরাটের সাফল্যও কামনা করেছে সকলে।