IND VS SA ODI: প্রথম একদিনের দলে একাধিক চমক, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
কেএল রাহুল-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। টেস্ট সিরিজেও ফর্মে ছিলেন তিনি। ওডিআইতেও ব্য়াট হাতে ভারতীয় ইনিংসের শুরু করবেন কেএল রাহুল। অধিনায়ক হিসেবে দলকে জেতানো এ ব্যাট হাতেও রান করতে মুখিয়ে রয়েছেন তিনি।
শিখর ধওয়ান-
দলের অপর ওপেনার হিসেবে থাকবেন শিখর ধাওয়ান। রোহিত শর্মার অনুপস্থিতিতে ধওয়ানের প্রথম এগারোতে আসাটা পাকা। গত বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেও ছন্দে ছিলেন ধওয়ান।
বিরাট কোহলি-
ব্য়াটিং লাইনআপে তিন নম্বর স্থানে খেলবেন বিরাট কোহলি। একদিনের দলের অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পর এটাই কোহলির প্রথম ওডিআই সিরিজ। বর্তমানে তিনি কোনও ফর্ম্য়াটের অধিনায়ক নয়। তবে ব্যাটে হাতে বড় ইনিংস খেলতে মুখিয়ে রয়েছেন বিরাট।
সূর্যকুমার যাদব-
ভারতীয় দলের মিডল অর্ডারে অপর ব্য়াটসম্য়ান হিসেবে খেলবেন সূর্যকুমার যাদব। গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে বিস্ময়কর পারফরম্যান্স করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৩টি ওয়ানডেতে ৬২ গড়ে ১২৪ রান করেছিলেন এবং সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।
শ্রেয়স আইয়র-
ভারতীয় দলের ব্য়াটিং লাইনআপে ৫ নম্বরে দেখা যেতে পারে শ্রেয়স আইয়রকে। ত বছর মার্চে ভারত বনাম ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের সময় কনুইতে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে গত বছর শেষের দিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডে বিরুদ্ধে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার একদিনের দলে ফিরে রান করতে মুখিয়ে রয়েছেন তিনি।
ঋষভ পন্থ-
টেস্ট সিরিজের শেষ ম্য়াচে ব্য়াট হাতে ছন্দে পেরেন ঋষভ পন্থ। তবে সেঞ্চুরি করেও দলের হার বাঁচাতে পারেননি তিনি। এবার একদিনের সিরিজেও উইকেটের পেছনে দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও বড় ইনিংস খেলতে মুখিয়ে রয়েছেন পন্থ।
শার্দুল ঠাকুর-
দলে অলরাউন্ডারের জায়গায় ৭ নম্বরে খেলতে পারেন শার্দুল ঠাকুর। টেস্ট সিরিজে ১২ উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার উইকেট পেস বোলিং অলরাউন্ডার খেলানো বেশি শ্রেয় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রয়োজনে ব্যাট করতেও সক্ষম শার্দুল।
যুজবেন্দ্র চাহল-
দলে একমাত্র স্পিনার হিসেবে খেলতে দেখা যেতে পারে যুজবেন্দ্র চাহালকে। টেস্ট সিরিজে অশ্বিন খুব একটা সফল ছিলেন না। তাছাড়া অনেক দিন ধরেই একদিনের ক্রিকেটে খেলেননি অশ্বিন। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে ভালো বোলিং করেছিলেন চাহাল।
জসপ্রীত বুমরা-
দলের প্রথম পেসার হিসেবে জসপ্রীত বুমরার জায়গা নিয়ে কোনও সন্দেহ নেই। নতুন বলে সুইংয়ের পাশাপাশি শেষের দিকে ডেথ ওভারে বুমরারা বোলিং ভারতীয় দলের প্রদান অস্তত্র। টেস্ট সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন বুমরা।
ভুবনেশ্বর কুমার-
দলের দ্বিতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন ভুবনেশ্বর কুমার। সাম্প্রতিক সময়ে সাদা বলে ধারাবাহিক পারফরম্যান্স দিয়েছেন এই ডানহাতি পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছিলেন ভুবি।
দীপক চাহার-
দলের অপর পেসার হিসেবে খেলতে পারেন দীপক চাহার। নতুন বলে সুইং করাতে সক্ষম চাহার। তা তিনি বারবার প্রমাণও করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তার শেষ টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। বোলিং ছাড়াও, চাহার তার ব্যতিক্রমী ব্যাটিং দক্ষতার সাথেও মুগ্ধ করেছে।