- Home
- Sports
- Cricket
- ঝুলনের ঝুলিতেই নয়া বিশ্বরেকর্ড, চাকদহ এক্সপ্রেসে চড়েই ফের নতুন শিরোপা ভারতীয় ক্রিকেট দলের
ঝুলনের ঝুলিতেই নয়া বিশ্বরেকর্ড, চাকদহ এক্সপ্রেসে চড়েই ফের নতুন শিরোপা ভারতীয় ক্রিকেট দলের
- FB
- TW
- Linkdin
ক্যারিয়ারের শুরু থেকেই ২২ গজে বরাবরই লড়াকু মেজাজে দেখা গিয়েছে বাংলার এই মেয়েকে। চাকদহের সাধারণ ঘরের মেয়েই এখন বিশ্ব ক্রিকেটের সুপারস্টার।
২০০২ সালের ৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে ঝুলনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। তখন তাঁর বয়স ছিল ১৯। তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
মহিলা ক্রিকেটে অন্যতম দ্রুততম বোলার হিসেবে বিবেচনা করা হয় ঝুলনকে। ক্যারিয়ারে তার সেরা বোলিং পরিসংখ্যান ৩১ রানে ৬ উইকেট।
মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির শিরোপাও রয়েছে এখন ভারতের ডানহাতি ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ঝুলিতে।
তাঁর বাবা নিশীথ গোস্বামী এয়ার ইণ্ডিয়ার একজন ক্যান্টিন কর্মী।তাঁর মা ঝর্ণা গোস্বামী গৃহবধূ। এই বাঙালি মধ্যবিত্ত পরিবারেই জন্ম ঝুলনের।
এদিকে ছেলেবেলা থেকে ফুটবলের প্রতি তীব্র আকর্ষণ থাকলেও ১১৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ নতুন জোয়ার আনে ঝুলনের জীবনে। ওই সময়ের পর থেকেই তাঁর ক্রিকেটের প্রতি টান তৈরি হয়।
এদিকে ছেলেবেলা থেকে ফুটবলের প্রতি তীব্র আকর্ষণ থাকলেও ১১৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ নতুন জোয়ার আনে ঝুলনের জীবনে। ওই সময়ের পর থেকেই তাঁর ক্রিকেটের প্রতি টান তৈরি হয়।
‘চাকদা এক্সপ্রেস’ নামের এই বায়োপিকটি বিশ্ব ক্রিকেটের ইতিহাসের অন্যতম দ্রুততম মহিলা পেসার ঝুলন গোস্বামীর গৌরবময় যাত্রার গল্প নিয়েই তৈরি হয়েছে। যেখানে দেখা গিয়েছে তাঁর জীবনের নানা ঝলক।
৩০০-র বেশি উইকেট রয়েছে ঝুলনের ঝুলিতে। বেঙ্গল উইমেন্স টিম, ইস্ট জোন উইমেন্স, ভারতীয় জাতীয় দলে দীর্ঘদিন খেলে নানা নতুন রেকর্ড তৈরি করেছেন ঝুলন।
২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালে ১০ ওভারে ৩টি মেডেন ওভার সহ ২৩ রান দিয়ে ২ উইকেট পান তিনি। যা আজও উজ্জ্বল তাঁর ক্যারিয়ারের পাতায়।